পাতা:জগজ্জ্যোতি বা নুরজাহান.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१ ] যদি পত্রানুসারে শের আফগান নুরজাহানকে ছেড়ে না দেয়। তাহা হইলে তাহারা বলপূৰ্ব্বক লয়ে আস্বে। জাহা। এত বিচক্ষণ সেনাপতির কার্য্যই বটে । দ্বিতীয় দৃশু । - ի կ-- ( ফরিদ দশজন সৈন্যের সহিত শের আফগণুের বাটির দ্বারদেশে দণ্ডায়মান ) ফরিদ। প্রহরী, তুমি শের আফগাণকে বলগে যে উজীর ফরিদ খা, তাহার জন্য দ্বারদেশে অপেক্ষা করিতেছেন। প্রইরি । যে আজ্ঞা । (fকয়ৎক্ষণ পরে শের আফগাণের দ্বারদেশে আগমন ) শের। মহাশয়, আপনার কি দিল্লী হইতে আসা হইয়াছে। ফরিদ । আজ্ঞে হঁ্যা । শের । বাড়ির মধ্যে আসুন। ফরিদ । না, ভিতরে আর যাবার আবশ্যক নাই, সম্রাটএই পত্র খানি আপনাকে দিয়াছেন । শের । ( পত্র পাঠ কয়িয়া । ) যাও, নব সম্রাট জাহাঙ্গীরকে বলগে, যে শের আফগান জীবিত থাকৃতে নুরজাহানকে কখনই দেবে না । 嘯 ফরিদ । তুমি কি জাহাঙ্গীরের সঙ্গে যুদ্ধ করে পারবে ? শের। যতক্ষণ পারি। ফরিদ, ভাই বলে তোমার সম্রাটের দুই চারি শত লৈনো আমার কিছুই করতে পারিবে না।