পাতা:মুক্তাহার - প্রথম ভাগ.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি হার । ভারি কি এ প্রতিশোধ, তারি কি এ পরিণাম তাই কি কাদালে মোরে ? ? কল্পনা রে ভাবনা রে, কি দেখালি অাজ আমিটী যে হারাইয়া গেল ; অণধার পরাণ মোর, দেখন। চরণে তোর মুখখানি বিষাদে ঢাকিল । কি আজ শুনালি সখি, কি বলিলি কানে কানে মুখখানি শুকায়ে আসিল ; কোথা হ’তে আসিয়াছি, কোথায় যাইব পুন একথাটী কেন গে। উঠিল ? দেখ গে। একটবার, দেখ না চাহিয়৷ ওই কথাটর সনে ; সকলি ভাসিয়া গেল, সকলি যে ফুরাইল কিছু না রহিল মনে । সকলি ভাসিয়া গেছে, কেবল একট একটা কেবল পড়ে আছে ; ৷ যতই ভাবনা আসে, কে যেন গে। কয় হেসে পূৰ্ব্বস্তৃতি এখন ( ও ) রয়েছে। । যাও স্মৃতি, যাও সখি, তুমিও বিদায় লও প্রাণ আর চাহেন তোমায় ; & n 8న