পাতা:নীতিকণা - নারায়ণচন্দ্র বিদ্যারত্ন.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নীতিকণা।
২১

জনম-ভূমির তরে করিয়া সমর,
বিসর্জ্জিতে ধন-প্রাণ হ’ব না কাতর।
তাহার উন্নতি তরে যতন করিব,
তাহ’লে কীর্ত্তির উচ্চ শৈলে আরোহিব।
স্বদেশের ইতিহাসে র’বে মোর নাম,
তাহ’লে হইবে মোর পূর্ণ মনস্কাম।



দয়া

এই যে দরিদ্রগণ অক্ষম গমনে,
কত দুঃখ-ভোগ করে নিষ্প্রভ নয়নে।
ঘরে ঘরে ভিক্ষা করে পেটের লাগিয়া,
হর তাহাদের দুঃখ, শীঘ্র করি গিয়া।
শ্রমেতে অক্ষম বৃদ্ধ দেখ চ’লে যায়,
ঐ যে মনুষ্য, যার আয়ুঃশেষ প্রায়,
জর জর হইয়াছে চিন্তায়, পীড়ায়,
আরাম প্রদান কর, ত্বরা করি তায়।
যার বক্ষ হ’তে হায়! দুরন্ত শমন,
জীবন-সম্বল তার ক’রেছে হরণ;
যে রমণী নিরাশ্রয় পতির মরণে;
যে বালক চিরদুঃখী জনক বিহনে;