পাতা:নীতিকণা - নারায়ণচন্দ্র বিদ্যারত্ন.pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪
নীতিকণা।


“যদি না ধরিতে পারে, তা হইলে কে আমারে,
প্রহার করিবে, কিম্বা দিবে কারাগারে”।
দেখিও, কদাচ যেন, ভেবো না ভেবো না হেন,
কিছুতেই অব্যাহতি পাবে না সংসারে।

মনে জেনে কোন পাপ, কোরো না পাইবে তাপ,
গোপনে করিলে, পাপ ছাপা নাহি র’বে।
মানুষে না দেখে যাহা, ঈশ্বর দেখেন তাহা,
পাতকীর অব্যাহতি কিসে বল তবে?



পল্লীবাস

পল্লীবাস কি সুখের জানে যেই জন,
কভু কি নগর বাসে ধায় তার মন?
চারি দিকে প্রকৃতির শোভা মনোহর,
হেরি ভাবে পূর্ণ হয় যাহার অন্তর,
কৃত্রিম নগর শোভা করি দরশন,
কখনো কি তৃপ্তি-লাভ করে তার মন?
গ্রামের বাহিরে কত নেত্র-তৃপ্তি-কর,
বিস্তৃত প্রান্তর হয় নয়ন-গোচর।