পাতা:মুক্তাহার - প্রথম ভাগ.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাল করে ধর গো আমায় । ৫৯ কুসুম কোমল প্রাণ, পাখির ললিত গান গিয়াছিল বসন্তের, প্রিয় সহচর যার। তারাও সখার সাথে হয়ে এল পথ হার । তার তরে, দেখ চাহি, বাতুল পরাণ মোর, ওই দেখ চাহি একবার বিশাল জলধি মাঝে ওইষে ধুমের স্তম্ভ উঠে বার বার, আকাশে যাইছে মিশে, কাদিয়া পড়িছে শেষে সেই জলধির বক্ষে, যেথা হ’তে উঠেছিল নীরবে নিরস প্রাণে সেখানেই লুকাইল। যার ভরে পরাণরে আজ তুই, ধুলায় রহিলি পড়ে কয়দিন, কয়রাত অবিরত, দুইটী নয়ন ঝরে ; কি দিয়ে বুঝাব তোরে, কোথাব পাইব তারে একেত পাগল তুই এবার উন্মাদ হ’লি জানিনা কেমন করে আপনারে হারাইলি । এইত ভ্ৰমিতেছিলি, সাধের কাননে মোর হেসে খেলে নাচিয়া নাচিয়া ; অকস্মাৎ আজি ভোর, কি হইল জানিনারে কি দেখিয় উঠিলি কঁাদিয়া । এতকরে পরাণরে, ভুলাইয়ণ রেখেছিন্ন মায়াডোরে বাধিয়া তোমায় ;