পাতা:মুক্তাহার - প্রথম ভাগ.pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাল চক্ৰ । n কই কেহ ধৃত নাহি হ’লে । জানিনাহে ধরা কা'রে বলে । সবে যুরি কাল-চক্ৰতলে এত কাল ঘুরিতেছি, শূন্যে শূন্যে ফিরিতেছি পাইনগত কাহায় আমলে, মাত ভাই বন্ধু সখা, পথে যার হ’ল দেখা কেহ কারে ভেঙ্গে নাহি বলে, যাইতেছি ঘুরে ঘুরে, কিন্তু কোথা যাব ঘুরে বিচার না হ’ল কোন কালে । সাধু ঋষি যোগী শুদ্ধাচারী, তাহারাও ঘুরিতেছে, কেহ কারে নাহি পুছে একি ঘোর যাই বলিহারি, কেহ নহে তিল স্থির, ঘোরার লেগেছে ভিড় তুমি ঘোর যথা আমি ঘুরি, ঘুরে ঘুরে কোথা যাব, কোথায় দাড়াতে পাব কেহ ভাবিয়া উঠিতে নারি । ঘুরে গেল শৈশব জীবন । যৌবনে পড়েছি এসে, এও ঘুরে যায় ভেসে কোথা স্থির না হই কখন, । n মনে করি ঘুরিবন; মনে করি চলিবন। তার তরে করি আয়োজন, । (ぶS i