পাতা:নীতিকণা - নারায়ণচন্দ্র বিদ্যারত্ন.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নীতিকণা।
১১

যদ্যপি বিফল দেখি আমার যতন,
তাহলে সে স্থান হ’তে করিব গমন।
ইচ্ছা করে’ কারো মনে দুঃখ নাহি দিব,
সহজে কাহারো বাক্যে দুঃখ না করিব।
ভ্রমে কারো মনে দুঃখ দিলে কদাচন,
সাবধান রব আর না হবে তেমন।



সন্তুষ্ট অন্ধ বালক

আলোক কেমন বস্তু বলনা আমায়,
কখন করিতে ভোগ হইল না তায়।
দর্শন কেমন তাহা নাহি বুঝিলাম,
কি সুখ তাহাতে হয় নাহি জানিলাম।
তোমরাই কত বার বলেছ আমারে,
অনেক অদ্ভূত বস্তু দেখিছ সংসারে।
তোমাদেরি মুখে আমি করে’ছি শ্রবণ,
সংসারে ছড়ায় রবি উজ্জ্বল কিরণ।
কিন্তু আমি কভু নাহি নিরখি সে সব,
কেবল রবির তাপ করি অনুভব।