পাতা:নীতিকণা - নারায়ণচন্দ্র বিদ্যারত্ন.pdf/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নীতিকণা।

পুলকে চাতকগণ শূন্যপথে ধাইছে,
আহা, কি মধুর স্বরে কত গান গাইছে!
বহিছে পবন নানা পুষ্পবাস লইয়া,
সেবন করিব তাহা, এইক্ষণে উঠিয়া।
শয্যা ত্যজি, মুখ ধু’য়ে, বেড়াইতে যাইব,
পাখীর মধুর গান শুনিবারে পাইব।
প্রকৃতির মনোলোভ কত শোভা হেরিব,
ঘরে ফিরে নিজ নিজ পাঠাভ্যাস করিব।



ভাই ও ভগিনী

ভাই বোনে পরস্পর,  এক স্থানে নিরন্তর,
থেকে যেন না কর কলহ।
সতত সদ্ভাবে র’বে,  তা’তে অতি সুখী হ’বে,
নৈলে দুঃখ পা’বে অহরহ।

কেহ মন্দ যদি করে,  পরস্পর পরম্পরে,
বুঝাইয়া দিবে সযতনে।
যদি না বুঝা’তে চাও, রুষ্ট হ’য়ে গালি দাও,
তবে হ’বে সুফল কেমনে?