পাতা:কবিতামালা - কৃষ্ণবিহারী সেন.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।

তোড়া।



গোলাপ সুন্দর, যুঁতি মনোহর,
তাহাতে বিকাশে বেলা।
চাঁপার বরণ, কদম্ব রঞ্জন,
করিতেছে তাহে খেলা॥
কেতকী সৌরভ, পদ্মের গৌরব,
মল্লিকা মালতী মিসি।
নলিনী মেহিনী, জবা সুহাসিনী,
আলোকিয়া দশ দিশি॥
সকল মিসায়ে, বরণ মিলায়ে,
বাঁধে তোড়া অপরূপ।
বল দেখি কার, দেখি বারে বার,
সেই অপরূপ রূপ?