পাতা:পুনর্জন্ম - দ্বিজেন্দ্রলাল রায়.pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুনর্জন্ম। YS যাদব । যুবতীই হোক, বুড়ীই হৌক তোমাদের তাতে কি ? সে । আমার স্ত্রী। জ্যোতিষ। বেশ বাবা ! শুধু খাতক ঠকাবার মতলব নয়— नन । श्रीदन्नि জীবন । হু ! যাদব । আপনারা—কে আপনারা ? খাতকদিগের প্রবেশ । ১ম খাতক । মহাশয়, যাদব চক্ৰবৰ্ত্তী নাকি মারা গিয়েছেন ? জ্যোতিষ। আজ্ঞে স্থা। আমরা তাকে এই শ্মশান-ঘাটে নিয়ে যাচ্ছি। যাদব । আজ্ঞে না—যাদব চক্ৰবৰ্ত্তী আপাততঃ আপনাদের সম্মুখে সশরীরে বর্তমান । * ২য় থাতক । ও । এই সেই লোকটা— না ? নন্দ । কোন লোকটা ? ৩য় খাতক । যে যাদব চক্ৰবৰ্ত্তী সেজেছে ! যাদব । সেজেছে ? জীবন । আজ্ঞে হা, সেই লোকটা । ৪র্থ থাতক। ভণ্ড । যাদব। ভণ্ড !—আমার বাড়ী থেকে বেরিয়ে যাও বলছি। ১ম খাতক । তুমি বেরোও । যাদব। এ আমার বাড়ী। ২য় খাতক। ও । আমাদের ফাকি দিতে এসেছে। তা হচ্ছে না। ৪র্থ খাতক । একটি পয়সা দিচ্ছিনে। যাদব । নালিশ কর্লে এক পয়সার অনেক বেশী দিতে হবে।