পাতা:পুনর্জন্ম - দ্বিজেন্দ্রলাল রায়.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ෆීෆ পুনজৰ্ম্ম । সকলের গীত । প্রাণ রাখতে সদাই ষে প্রাণান্ত । জন্মিতে কে চাইত যদি অাগে সেটা জাস্ত । ভোঃটি হ’লেই ঘুমটি নষ্ট, তার পরেতে যে সব কষ্ট, বণিতে অক্ষম আমি সে সব বৃত্তান্ত । স্নানাদির পর নিত্য নিত্য, ক্ষুধায় জ্বলে’ যায় পিত্ত, খেতে বস্লে চৰ্ব্বণ কৰ্ত্তে কৰ্ত্তে পরিশ্রান্ত । যদিই বা খাই যথাসাধ্য, পেলেই যায় ফুরায়ে খাদ্য, পাস্ত আস্তে লবণ ফুরায়—লবণ আস্তে পান্ত । দিনে গা গড়াবা মাত্র, বসে’ মাছি সৰ্ব্বগাত্র, রাত্রে মশার ব্যবহারও অম্ভত্ৰ নিতান্ত । তদুপরি ভার্য্যার অৰ্দ্ধ-রজনীতে গহনার ফর্দ, नtनिक छाक °र्शालु न्|ष्ट्रि श्ञ फ्राद्ध | কিনিলেই কোন দ্রব্য, দাম চাহে যত অসভ্য, রাস্তা যুড়ে বসে আছে পাওনাদার দুর্দান্ত । বিয়ে কৰ্লেই পুত্র কন্যা, আসে ধেন প্রবল বন্য, পড়াতে ও বিয়ে দিতে হই সৰ্ব্বস্বাস্ত । যাদবের পুত্রদ্বয়ের প্রবেশ । ১ম পুত্র। বিষয় অৰ্দ্ধেক আমার । ২য় পুত্র। এক পয়সাও তোমার নয়। বাবা উইল করে সব আমার নামে রেখে গিয়েছেন । ■ যাদব। গিইছি নাকি ! কৈ আমি ত জানি না । ১ম পুত্র। জাল উইল—আমি প্রমাণ কর্ব জাল উইল । ২য় পুত্র । কভি নেই। ১ম পুত্র। আলবৎ । ২য় পুত্র। আমি চক্রবর্তী সাহেবকে ব্যারিষ্টার দেবো ।