পাতা:পুনর্জন্ম - দ্বিজেন্দ্রলাল রায়.pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুনর্জন্ম । SUግ ১ যাদব । কোন পুরুষে নই। যদি কখন ছিলাম সে মান্ধাতার অমিলে— ofoil Barred by limitation. দারোগা । আচ্ছা, ছোড় দেও। অশ্বিনী । চলুন—জলযোগ করিগে । যাদব | আর ভূতপূৰ্ব্ব আমার বিধবার সঙ্গে দারোগ বাবুর আলাপটা ও করিয়ে দি ও । দারোগ । চোপরও । যাদব সভয়ে ] আজ্ঞে ! মাদর ভিন্ন সকলের প্রস্থান । দাদব | মাক । শেষে রুলের তিন গুতায় প্রমাণ হ’য়ে গেল যে আমি যাদব চক্ৰবৰ্ত্তী নই। গুতার চোটে বাবা বলায়—এ ত তুচ্ছ কথা ! ন--আমি ম’রেছিলাম, এ মিথ্যা কথা নয় | ম’রেছিলাম । এ আমার পুনর্জন্ম । আজ নূতন বিশ্বাস নিয়ে আবার বেঁচে উঠেছি। মৃত্যুর পরে যা স৷ ঘ’টবে আজ চক্ষের সম্মুখে তার অভিনয় দেখলাম । গরীব দুঃখীকে আর নিজেকে বঞ্চিত ক’রে –না খেয়ে দেয়ে পরের পড়াবার জন্স টাকা রেখে যাচ্ছি । না— আর না ! এবার ঘদি আমার অস্তিত্ব প্রমাণ কর্তে পারি ত, গরীব দুঃগীকে খেতে দেবো, আর নিজে পেট ভরে খাবো । হেসে নাও—এ দুদিন বৈত নয়। আর প্রমাণ না কৰ্বে পারি ত বনে যাবো—আর তপস্যা কর্ক, যেন আর পুনর্জন্ম त्रं झंझ । অশ্বিনী ও সৌদামিনীর প্রবেশ। ।