পাতা:পুনর্জন্ম - দ্বিজেন্দ্রলাল রায়.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুনর্জন্ম । ミ> ৩ প্রতিবেশিনী। কিসের জন্ত ? ৪ প্রতিবেশিনী। ই বল ত । ৫ প্রতিবেশিনী। মরু মিন্সে ! যাদব। তাইত । ১ প্রতিবেশিনী। উননমুখো ম’রে গিয়েছে বেশ হয়েছে [ বসিল ] ২ প্রতিবেশিনী। দেশগুদ্ধ লোকগুলো বাচলে। [ বসিল ] ৩ প্রতিবেশিনী। ছেলে দুটাে খেয়ে বাচবে বসিল ] ৪ প্রতিবেশিনী। মেয়েটা কিন্তু খেতে পাবে না ; বসিল । ৫ প্রতিবেশিনী। ওর নরকেও গতি হবে না ; বসিল ] যাদব। আবার বসে যে ! — যাদব চক্রবর্তী জাগো ! তোমার অস্তিত্ব লোপ পেতে ব’সেছে। এই বেলায় উদ্ধার কর, নৈলে গেলে –তোমরা বেরোও এখান থেকে ; বেরোও বেরোও ! বেরোবে না ?—রোস তবে [ বাহিরে গিয়া शष्टि আনিয়া, যষ্টি দেখাইয়। ] ভালোয় ভালোয় বেরোবে ত বেরোও—নইলে এই দেখৃছ! ১ প্রতিবেশিনী। ঈঃ ! একেবারে মহিষ-মর্দিনী মূৰ্ত্তি ! যাদব । বেরোও । ২ প্রতিবেশিনী। মাৰ্ব্বে নাকি ? н যাদব। নিশুম্ভ বধ কৰ্ম। [ লাঠি ঘূরাইয়। ] বে—রো-ও। ৩ প্রতিবেশিনী। কর না দেখি কত সাধ্য। [ আঁচল ঘূরাইয়া পরিল ] যাদব । ও বাবা [ পিছাইলেন ] ৪ প্রতিবেশিনী। বেরো মিন্সে, বেরো বলছি—নইলে এই মুখ ছাড়লাম। যাবt [ সভয়ে ] না, না—আমি যাচ্ছি।