পাতা:পুনর্জন্ম - দ্বিজেন্দ্রলাল রায়.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুনর্জন্ম । ➢ጫ যাদব। আপনারা কি গম্ভীর ভাবে এই কথা বলছেন ? সকলে। গম্ভীর। চেয়ে দেখা অত্যন্ত গম্ভীর ভাবে ] তুমি যাদব छक्कदउँौं न७ ।। - যাদব। তাইত ! তবে সত্যই কি আমি যাদব চক্রবর্তী নই ? ২য় খাতক। কোন পুরুষে নও। ৩য় খাতক । যাদবের ঐ চেহারা । ৪র্থ খাতক। জাল যাদব সেজে এসেছে, চাদ—খাতক ঠকাতে ? ৫ম থাতক ৷ দেনার একটি পয়সা দিচ্ছিনে । যাদব । আমি নালিশ কর্ব । অশ্বিনী। আদালতে তোমার নালিশ নেবে কেন । এরা ধার ক’রেছিলেন যাদব চক্ৰবৰ্ত্তীর কাছে। আপনি ত যাদব চক্রবর্তী নন। যাদব। প্রমাণ কৰ্ব । অশ্বিনী। প্রমাণ করা শক্ত হবে। আপনার সকলেই সাক্ষ্য । দেবেন বোধ হয় যে ইনি যাদব চক্ৰবৰ্ত্তী নন। থাতকগণ একসঙ্গে “নিশ্চয়” বলিয়া উঠিলেন। অশ্বিনী। প্রতিজ্ঞ রাখতে পালে ত। যাদব হতাশাব্যঞ্জক অঙ্গভঙ্গী করিলেন । অশ্বিনী। মহাশয় ! আমি উকীল। আপনাকে বন্ধুভাবে পরামর্শ * * দিচ্ছি, অমন কাজ কৰ্ব্বেন না ! শেষে জেলে যাবেন! যাদব । জেলে । অশ্বিনী। মানুষ জাল! চারটি বৎসর। যাদব । ও বাবা ! অখিনী। আপনাকে বন্ধুভাবে উপদেশ দিচ্ছি—যদিও भाव