পাতা:ঝরা ফুল - করুণানিধান বন্দ্যোপাধ্যায়.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাল্লা =క్రైఙా বুক ফুলায়ে হাল ধরিব, পাল তুলিব ‘নায়ে', মাঝগঙ্গায় জাল ফেলিব উদাস আকুল গায়ে ; গাঙ্গ চালের বণকে ঝাকে উড়বে ভাঙ্গা পাড়ের বঁাকে, ডাক্বে চাতক ‘ফটিক জল’ মেঘের ছায়ে ছায়ে । বর্ষণ যখন ছড়িয়ে দেবে মোতির ‘সাত-নরী’ ; কদম-কেশর শিউরে উঠে পড়বে ঝরি’ ঝরি’ । মাঠের কোণে যাবে দেখা বৃষ্টিধারার ‘চিকে ঢাকা কেয়াবাড়ের মাথার পরে নারিকেলের সারি ।