পাতা:ঝরা ফুল - করুণানিধান বন্দ্যোপাধ্যায়.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমার আলো সব ভুলালো লো আমরী বালা, তোমার চেলীর ঝিলিমিলি চুলের তারার মালা ; পার্থীর গানে কণ কণ তোমার লাজে কানন ছেয়ে, শিউরে ফোটে শিউলি-কলি তোমার সোহাগ পেয়ে । অলক-ঢাকা কোমল পলক, নয়ন গরী— কাঙ্গাল বায়ু যাচে তোমার চুলের স্বরক্তি ।