পাতা:ঝরা ফুল - করুণানিধান বন্দ্যোপাধ্যায়.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=ੋਡ਼ ਤਰ੍ਹਛਸ মেয়েটি মোর আগবাড়ায়ে দাড়িয়ে রবে দ্বারে, দোপাটি ফুল খোপায় পরে* সাঝের তাধিয়ারে ; কাজল-জে ওয়া চক্ষ দু’টি আদর-দোলে উঠলে ফুটি’ ‘ফণী-মনসার বেড়ায় -ঘেরা দুর্গ -দীঘির’ ধারে । শিউলি ফুলের গন্ধে যাবে সন্ধ্যাথানি ভরে’, জ্যোৎস্নাধারা পড়বে ঝরে’ দুর দেউলের পরে ; অঙ্গ মাজি’ তুধের সরে ঘাটটি হ’তে ঘটটি ভরে’, সইএর সাথে গৃহিনী মোর আসবে ফিরে ঘরে ।