পাতা:ঝরা ফুল - করুণানিধান বন্দ্যোপাধ্যায়.pdf/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মাতটে সান্ধ্য পবনে নিদাঘের দিনে, শরীর ডুবায়ে ঘন শু্যাম তৃণে, ধরণীর স্নেহ-করের পরশ জীবনে আমার বুলায় হরষ ঝাউএর ঝালর বা লায়ে । সামনে পদ্মা, ভাঙ্গ উচু পাড়, সাঝের হাজার বেলোয়ারী ঝগড়— উঠিল মন্দ্র দেব-আরতির, উড়ে যায় পার্থী দূর-পল্লীর কাকলি-মুখর কুলায়ে ।