পাতা:ঝরা ফুল - করুণানিধান বন্দ্যোপাধ্যায়.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ বাসরে ঝরিয়াছ তুমি অশ্রধারায় আমার তরে, জড়ায়েছ মোরে ফুলের মালায় সোহাগভরে ; প্রভাতে প্রদোষে মুখে দুখে মোর পরায়ে দিয়াছ প্রণয়ের ডোর, কল্যাণভর কঙ্কণপরা , দু’খানি করে— এস, সখি, আজি ধেীবন-স্মৃতি শেষ বাসরে । 8>