পাতা:নাট্য-বিকার.pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নাট্য-বিকার।
We'll meet; and there we may rehearse.
::::::::::Midsummer Night's Dream.
প্রথম দৃশ্য-কক্ষ।
রোগ প্রকাশ।
(দিগম্বর ও অন্যান্য ভৃত্যগণ।)

 দিগ। (পুস্তকহস্তে) দেখ্‌, তোরা চোখ বুজিয়ে চুপ করে বসে থাকবি, তার পর আমি গদা হাতে করে এসে বলবো “উঠে এসনা, অন্ন প্রস্তুত”—তোর কেউ উঠবিনি।

 ১ম ভৃত্য। অন্ন প্রস্তুত, তবু উঠবো না?

 দিগ। আঃ জ্বালাতন কল্লি যে! না, উঠবিনি। ফের যখন পেড়াপিড়ি করবো, তখন তুই—এই ভোলা, শুনছিস্?—তুই বলবি যে “সরস্বতী নদীর জলের যদি এত গুণ, তবে উনুনে আগুণ দিলেন কেন?” বুঝলি?—সে হাবা ব্যাটা কোথা গেল?

 ২য় ভৃত্য। দিগম্বর দাদা, আমায় একটা পার্ট (Part) দাওনা বাবা

 দিগ | “দাদাকে কি বাবা বলতে আছেরে শালা”? তুই কি সাজতে পারবি?

 ২য় ভৃত্য। আমি পাগল সাজবো।

 দিগ। দূর বেটা বোকা! তোর কোন কাণ্ডজ্ঞান নেই, তুই পাগল সাজবি কেমন করে? (পুস্তক দেখিয়া) দেখ্‌,