পাতা:নাট্য-বিকার.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-বিকার।



(কমলমণির প্রবেশ ও প্রস্থানেীদ্যোগ।)

 এস না, এই সেই ডাক্তার বাবু। ইনি আমাদের পাঁচকড়ির বন্ধু, একে লজ্জা কি? আমাদের ছেলেপিলের মধ্যে। হাঁ, তা বলছিলেম কি—

 রমেন্দ্র। এটা কতদিন হয়েছে?

 হরিশ। সে দুর্দশার কথা আর কি বলবো; তিন 'মাস হ'ল একদল থিয়েটার এদেশে ফেরি করতে আসে; আমার কুগ্রহ, আমি পূজোবাড়ীর উঠানে তাদের ষ্টেজ (Stage) বাধতে দিয়েছিলেম; তারা মাসখানেক এইখানে প্লে (Play) করে— তার পর আমার কন্যার এই রোগ।

 রমেন্দ্র। পূর্ব্বে কোন সূত্রপাত ছিল কি?

 হরিশ। আগে আগে নাটক নভেল সব পড়তো, কিন্তু থিয়েটার দেখে অবধি এখন কেবল প্লে করবার জন্যই ঝোঁক। আবার দুঃখের কথা কেন বলেন? এক বেট চাকর জুটেছে, সেটাও আবার ঐ দলের।

 রমেন্দ্র। যেটা এইমাত্র এসেছিল না?

 হরিশ। আবার এক বেটা ঝিও জুটেছে, সেও আবার পুঁজির ওপর। তবে সেটাকে ধমকালে টম কালে শোনে, একটু লজ্জাবোধ আছে; কিন্তু এই চাকর বেটা পাজীর বেহদ্দ, এ বেটাকে কিছুতেই নিরস্ত করতে পারিনে। আমার কন্যাই প্রশ্রয় দিয়ে দিয়ে ও বেটাকে বাড়িয়ে তুলেছে। এক একবার মনে করি যে ফুটোকে তাড়িয়ে দিই, আবার মনে হয় যে তা হ’লে মেয়েটা যদি আরও খেপে ওঠে! তা আপনি একটু ভাল করে দেখুন, যদি শোধরাবার কোন উপায় থাকে। আমার