পাতা:নাট্য-বিকার.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

What a pestilent knave is this same?
Romeo and Juliet.

পঞ্চম দৃশ্য-কক্ষ।
ঘোর বিকার।
(হস্তবদ্ধ দিগম্বর আসীন।)

 দিগ। “হায়! আমি কারাগারে!”

(অন্নপাত্র হস্তে ভূতির প্রবেশ।)

 ভূতি। “আহা,বাপ রে আমার! বাছারে আমার! তোর পিতার প্রাণ কি কঠিন! এমন ননীর পুতুলকে বিষ থাইয়ে মারবে?”

 দিগ। “ধাই মা! কবে তুই আমাকে স্তনদুগ্ধ দিতে ভুলেছিলি?” (হরিশকে আসিতে দেখিয়া) “প্রাণ রে আমার! মন রে আমার! দেখ দেখ দয়াল শ্রীহরি!"

[ভুক্তির প্রস্থান।
(হরিশ ও রমেত্রের প্রবেশ।)

 হরিশ। এবার আবার কি কীর্ত্তি হচ্ছিল?

(বেগে রামমণির প্রবেশ।)

 রাম। “হৃদয়হার। কণ্ঠরত্ন! কে তোমার এমন দশা কল্লে?” (দিগম্বরের নিকট উপবেশন)

 হরিশ। না, এ উত্তম!

 রাম। “কি উত্তম ওসমান?” চুপ করে রইলে কেন? ঐখান থেকে বল—“আর আমি যদি জিজ্ঞাসা করি?”

 হরিশ। ভাল!