পাতা:নাট্য-বিকার.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-বিকার।
৩১

 রাম। রমেন!তোমায় আমি প্রাণের সহিত ভালবাসি— অবশ্য এটা গোপনীয় কথা। কিন্তু একটা আমার মনে বড় দুঃখ রইল,তোমার একটা কোন সাংঘাতিক পীড়া হ’ল না,তা হ’লে আমি তোমার সেবা শুশ্রূষা করে আমার ভালবাসার পরাকাষ্ঠ দেখাতেম।(চিন্তা)আচ্ছা,দিগ্‌মেকে বলবো তোমার মাথা ফাটিয়ে দেবে?

 রমেন্দ্র। কি সর্ব্বনাশ!কেন?

 রাম। তা হ’লে দেখবে আমি কি রকম করে পুজ রক্তে ঘৃণা না করে তোমার সেবা করি।

 রমেন্দ্র। না না,এতেই যথেষ্ট বোঝা গেছে,ততদূর করবার আর দরকার নাই। (স্বগতঃ) বাবা, মাথা বাঁচোন ভার দেখছি!দেখা যাক কোথাকার জল কোথায় মরে।(প্রকাশ্যে)তা এখন বেলা হল,ভেতরে যাওয়া যাক।

 রাম। চল;তবে সন্ধ্যার পর—মনে থাকে যেন।

[উভয়ের প্রস্থান।

Bring me a father that so loved his child.
Much Ado about Nothing.

সপ্তম দৃশ্য-কক্ষ।
ব্যবস্থা।
(হরিশ,রামমণি ও কমলমণির প্রবেশ।)

 রাম। বাবা, আজ আমার জন্মতিথি,আজি কেন থিয়েটার করিনা? সীতাহরণের পালা হ’ক।রমেন বাবু বলেন,তিনি আর থাকতে পারবেন না, তা আজ তাকে রাবণ সাজতে