পাতা:নাট্য-বিকার.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬
নাট্য-বিকার।

করছে।” একি! আমি একাকিনী।ঠিক যেন সীতার বনবাস বলে বোধ হচ্ছে।

“রে লক্ষ্মণ! রে লক্ষ্মণ! রে লক্ষ্মণ!
ওহো—শূন্যবন!
একাকিনী বনমাঝে।
পঞ্চমাস গর্ভবতী আমি,
গর্ভে মম রামের সস্তান,
নহে কিরে এখনো রেখেছি প্রাণ!

 (সুরে)

“ধরহে বারিদ মিনতি মোর”—

 উহুঁ ওটা নয়—(সুরে)

“চমকে চপলা, চমকে প্রাণ,চাহমা চপলা-হাসিনী।”

 এদিকে কে আসছে না? বোধ হয় রাবণ! আমি এই বেলা গণ্ডীর ভেতর যাই।

(যোগীবেশে পাঁচকড়ির প্রবেশ।)

"যোগীবর!কোথা বাস তব?”

 পাঁচ। “সন্ধ্যা যথা তথায় আবাস।”

 রাম। “তবে তিষ্ঠ আজি এই স্থানে।”

 পাঁচ। (রামমণিকে ধরিয়া) “সুলোচনে! এই ফল কামনা আমার।”

 রাম। আহাহা!অনেকটা ছেড়ে দিলে যে!

 পাঁচ। তা হ’ক, তোমায় তো ছাড়িনি।

 রাম। “কোথা রাম!কোথায় লক্ষ্মণ!

  রক্ষা কর আসি ত্বরা।