পাতা:নাট্য-বিকার.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



নাট্য-বিকার।
১৩

বসেছে দেখছি —আরে ঐ—(জনৈক ভৃত্যকে হস্ত ধরিয়া তুলিবার চেষ্টা।)

 ১ম ভৃত্য। (উক্ত ভৃত্যকে ধরিয়া) খবরদার, সাড়া দিসনে।

 হরিশ। আ মলো নড়ে ও না যে! (১ম ভূত্যের প্রতি) তুই বেটা কেরে?

 ১ম ভৃত্য। আমি পাগল।

 হরিশ। সে তো সকল বেটাই! (২য় ভূত্যের প্রতি) তুই আবার কে?

 ২য় ভূত্য। আমি হাবা।

 হরিশ। এ বেটা আবার পাগলের বাবা, এখন ওঠ বলছি, উঠবিনি?

(প্রস্থান ও গদা লইয়া পুনঃ প্রবেশ।)

 ওঠ বেটারা।

 ২য় ভূত্য। (১ম ভূত্যের প্রতি) উঠবো কি? বাবু ভীম সেজেছে, দেখছিসনি?

 ১ম ভৃত্য। আরে না না, তুই চোখ বুজিয়ে বসে থাকনা।

 হরিশ। আরে মলো! দিগমে! ওরে দিগ্‌মে! এদিকে আয় দেখি।

(দিগম্বরের প্রবেশ)

 এ সব কি কীর্ত্তি?—চুপ করে রইলি যে?

 দিগ। একবার গদাটা দিন তো; (গদা লইয়া) “ওঠ না, ঠাঁই হয়েছে যে!

[ভৃত্যগণের প্রস্থান।

 হরিশ। ব্যাপারটা কি বল দেখি।