পাতা:নাট্য-বিকার.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাট্য-বিকার।
১৫

ছুঁচে বেটারা আমারি বুকে বসে দাড়ি ওপড়াচ্ছে! ভূতেশ- ভাবিনী—হুঁ!

 কমল। ভূতের ভাবনা কি গা?

 হরিশ। আমাদের ভূতি ঝি পোড়ারমুখী।

[ প্রস্থান।

 কমল। অবাক করেছে মা, এত কল্লাও জানে!

[প্রস্থান।

The first
That e'er I sighed for.
The Tempest.

চতুর্থ দৃশ্য-গৃহ।
রোগ বৃদ্ধি।
(রামমণি ও ভুতির প্রবেশ।)

 রাম। দেখ ভূতি, এই বেলা ডেকে দে;আমি এই শুলুম।(শয়ন)

 ভূতি। যাচ্ছি,আমার কোন দোষ নেই বাবু।

 রাম। না না,তোর কোন ভয় নেই।

[ভূতির প্রস্থান।
(তরবারি হস্তে দিগম্বরের প্রবেশ।)

 দিগ। “বলেক্সের অস্ত্রের কি শেষে এই কীর্ত্তি হলো? ধিক্ ধিক্!(চিন্তা)তবে আর কেন? হে পৃথিবি, তুমি সাক্ষী! হে রজনীদেবি,তুমি সাক্ষী!”(মারিতে উদ্যত)।

 রাম। (উঠিয়া)“অ্যাঁ একি? কাকা! কাকা!”