পাতা:নাট্য-বিকার.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮
নাট্য-বিকার।
(পাঁচকড়ির প্রবেশ।)

 পাঁচ। একি! তুমি এখানে যে?

 রাম। অ্যাঁ তুমি! তুমি এখানে?

 পাঁচ। ব্যাপারখানা কি?—নাটক নভেল পড়ে আমার মুখ খুব উজ্জল করতে বসেছ দেখছি যে!

 রাম। ওগো,আমার কিছু দোষ নেই;তোমার প্রিয়বন্ধু রমেন্দ্র বাবুই আমাকে এখানে এনেছেন।

 পাঁচ। ভারি অপরাধ তাঁর!তুমি না ভালবাসার পরাকাষ্ঠা দেখাবার জন্য তাঁর মাথা ফাটাতে চেয়েছিলে?

 রাম। ওগো আমার ঘাট হ’য়েছে,আমায় বাড়ী নিয়ে চল।

 পাঁচ। কেন? “পোড়া মনতো সেখানে টেঁকে না।” আবার সেখানে মুখ দেখাবে কোন আক্কেলে?

 রাম। তবে কোথায় থাকবো?

 পাঁচ। কেন? এই ‘মধুকর নিকর-করম্বিত কোকিলকুজিত-কুঞ্জ-কুটীরে?”

 রাম। এখানে তুমি থাকবে?

 পাঁচ। আমি কে? আমি তো আর তোমার কাব্যজগতের স্বামী নই। আর তোমার সঙ্গীরই বা ভাবনা কি? তোমার ঝিল্লিদল আছে,তোমার চন্দ্রমা আছে, তোমার নৈশসমীরণ আছে, তোমার কলনদিনী স্রোতস্বতী আছে। যারা তোমার বিয়ের সাক্ষী হ’তে পারে,তারা তোমায় চৌকী দিতে পারবে না?

 রাম। ওগো আর আমাকে লজ্জা দিও না। আমার বড় তৃষ্ণা পেয়েছে।