পাতা:নাট্য-বিকার.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
নাট্য-বিকার।

বলেছি,তিনি রাজী আছেন।পিসিমা,তোমায় সূৰ্পণখা সাজতে হবে।

 কমল। পোড়ার দশা! ভূতি সাজুক না কেন?

 রাম। সে যে মন্দোদরী হয়েছে।

 কমল। বালাই!গরিবের মেয়ে খেটে খেতে এয়েছে বলে কি গালাগাল দিতে আছে বাছা? উদরী হবে কেন?

 রাম। মন্দোদরী।রাবণ রাজার মহিষী!

 কমল। তা এত ভাল মন্দ কি জানি বাছা!

 রাম। দিগমে রামের পার্ট (Part) নেবে।বাবা,তোমায় জটায়ুর পার্ট নিতে হবে।

 হরিশ। তা ঠিক হয়েছে।এদিকে আমার পরমায়ু শেষ হয়ে এসেছে কিনা?তা বেশ!

[সকলের প্রস্থান।
(দিগম্বরের প্রবেশ।)

 দিগ। (সুরে)

“আজ তোমারে দেখতে এলেম অনেকদিনের পরে।”

(ভূতির প্রবেশ।)

 ভূতি। কি রে দিগমে?

 দিগ। “দুর ছুঁড়ি! আমার নাম দিগ-বি-জয়!”

 ভূতি। তবে,কি মনে করে?

 দিগ। “চল, প্রভু তোমায় ডেকেছেন।”

 ভূতি। কেন?

 দিগ। “তোর সঙ্গে বুঝি আমার বিবাহ দেবেন।”