পাতা:নাট্য-বিকার.pdf/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



নাট্য-বিকার।

 কমল। অন্নকষ্টে? আহা তাতে হবেই। পরের বাসায় কি ভাল খাওয়া হয়? তা বাছা, তোমার বেলায় সে কথা খাটেনা, ষেটের শরীরটী তো রোগা নয়!

 রাম। আমি বুঝি তোমার অন্নজল খেয়ে শরীর ধারণ করি?

 হরিশ। তবে কিসে?

 রাম। (সুরে)

“প্রেম সুধা রস পানে”—

(দিগম্বরের প্রবেশ।)

 দিগ। (সুরে)

“মোহিত সুজনে ৷”

(দিগম্বরের প্রতি হরিশের কোপদৃষ্টি ও দিগম্বরের অধোবদন)

 রমেন্দ্র। যাক যাক ওকথা যাক।

 রাম। দেখুন না মশাই, অত্যাচার দেখুন। শত শত নাম। রয়েছে, যথা— ভ্রমর, কুন্দনন্দিনী, মণিমালিনী, হিরন্ময়ী, কিরণশশী, লীলাবতী, শৈলজা— এত নাম থাকতে কিন। এই জঘন্য নামে আমাকে ডাকে। আচ্ছা, বাবা, আমার নাম কেন ‘সূর্য্যমুখী হোক না?

 হরিশ। কেন?

 রাম। বেশ তো, “কমলমণি’ও আছে।

 হরিশ। আচ্ছা, পরে দেখা যাবে এখন। এখন রমেন্দ্রবাবুর সঙ্গে কথা কও।

 রাম। আপনি কলকেতায় কি করেন?

 রমেন্দ্র। (ভাবিয়া) আমি বাগ্ বাদিনীর উপাসনা করি।