পাতা:নাট্য-বিকার.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
নাট্য-বিকার।

তা এখন আর উচ্চবাচ্যে কাজ নাই,আপনি বৃদ্ধ হয়েছেন,দূর প্রভাসে যেতে পারবেন না—

 দিগ। তবে কোথায় যাব? হরিশ। “শূন্য মনে, শূন্য প্রাণে, শূন্য ব্রজে” ফিরে যান।

(কনষ্টেবলকে ইঙ্গিত ও তাহার দিগম্বরকে লইয়া গমনোদ্যোগ)

দিগ। (সুরে)


“আর তো ব্রজে যাবনা ভাই, যেতে প্রাণ নাহি চায়।
আমার ব্রজের খেলা ফুরিয়ে গেছে,
    তাই এসেছি মথুরায়।”

 হরিশ। তোর ভবের খেলা ফুরিয়ে এসেছে!

 রমেন্দ্র। মশাই,ওকে ছেড়ে দিন,ওকে জবাব দিলেই হবে।ওর পাগলামী কেবল আপনার কন্যার প্রশ্রয়ে হয়েছিল বৈ তো নয়,তা আপনার কন্যা যখন শুধরে গেছেন তখন আর কোন উৎপাতের সম্ভাবনা নাই।

 হরিশ। তুমি বাবু কোন মুখে আবার উপদেশ দিতে এসেছ? তবে তুমিই না হয় দূর প্রভাসে যাও।

 কমল। প্রবাসে?

 হরিশ। হ্যাঁ,বেশী দূর নয়; আচ্ছা,তা না হয় তুমি রাম সেজে চোদ্দ বৎসর বনবাসে যাও,—সেও বেশী দূর নয়—আণ্ডামান(Andaman Island.)

 পাঁচ। অমন কথা বলবেন না মশাই। রমেন বাবু ছিলেন বলেই আপনি আপনার কন্যাকে ফিরে পেলেন। ওঁর চরিত্রে কোন দোষ নাই। এই দেখুন,(পকেট হইতে চিঠির তাড়া বাহির করিয়া) যখন যেরূপ ঘটেছে উনি তখনই আমাকে