পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাঙ্গালা ভাষার অভিধান
উচ্চারণ, ব্যুৎপত্তি, অর্থ, প্রয়োগ, প্রভৃতি নির্দ্দেশক, প্রচলিত যাবতীয় সংস্কৃত ধাতু ও ধাত্বর্থ, বাঙ্গালা কাব্য, ইতিহাস,

পুরাণাদি গ্রন্থে উল্লিখিত প্রসিদ্ধস্থানের উচ্চারণসহ ভৌগোলিক সংস্থান, বাঙ্গালা ভাষায় প্রচলিত সংস্কৃত, হিন্দী
ও বৈদেশিক প্রবচন ও শব্দাদির অভিধান, প্রাচীন ও আধুনিক মুদ্রা, পরিমাণ সংখ্যা ও পরিমাপবাচক
শব্দাভিধান, বাঙ্গালা ভাষায় সুপ্রচলিত প্রবাদ বা উল্লেখের সঠিত সংসৃষ্ট পৌরাণিক
ঐতিহাসিক ও কাল্পনিক ব্যক্তির নাম, বঙ্গীয় নরনারীর প্রচলিত নামসংক্ষেপ ও
ডাকনামবোধক শব্দাভিধান, বাঙ্গালী মুসলমানদিগের আ়রবী ও ফ়ারসী
নামের বিশুদ্ধ উচ্চারণসঙ্গত ও বানান এবং ব্যুৎপত্তিগত অর্থ,
বিদেশী নামের বাঙ্গালা লিপ্যন্তর, উচ্চারণ ও
সংক্ষিপ্ততম পরিচয় ইত্যাদি বিবিধ
প্রয়োজনীয় বিষয়ক পরিশিষ্ট

সম্বলিত শব্দাভিধান।


“মেঘনাদবধকব্যে”র টীকাকার, “চরিত্রগঠন”, “ঋদ্ধি” এবং

“বঙ্গের বাহিরে বাঙ্গালী” প্রণেতা

শ্রীজ্ঞানেন্দ্রমোহন দাস কর্ত্তৃক

সঙ্কলিত ও সম্পাদিত।

প্রকাশক

ইণ্ডিয়ান প্রেস—এলাহাবাদ।

ইণ্ডিয়ান্ পাব্‌লিশিং হাউস্—কলিকাতা
মূল্য ৭৲ টাকা।