পাতা:ধূলারাশি - জ্ঞানেন্দ্রমোহিনী দত্ত.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধূলিরাশি।

আবার নীরব হ’য়ে,
প্রণমি সে দয়াময়ে,
বারেক উড়িয়া পুনঃ কুলায় পশিছে।
ফুটেছে কামিনী ফুল,
ফুটেছে মালতী ফুল,
বেল জুঁই কত ফুল ফুটিয়ে রয়েছে॥
গন্ধবহ সমীরণ,
বহিতেছে অনুক্ষণ,
ফুলের সৌরভ ল’য়ে বহিতেছে দূরে।
সৌধ অট্টালিকা সব,
অচল হ’য়ে নীরব
বিস্মিত মোহিত হ’য়ে এই শোভা হেরে॥
অগণ্য তারকাগণ,
ছাইয়ে আছে গগণ,
হেরিছে পৃথিবী পানে হাসিয়ে হাসিয়ে।
এসব মহিমা হেরে,
প্রণমি পরমেশ্বরে,
ধন্যবাদ করি তাঁ’রে কৃতজ্ঞ হইয়ে॥