পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভক্তিময়ী।
২৯

আমার যত মনের সাধ, সব হল বিষাদ,
সাধের সাধে বাদ পড়িল॥,
মনে ছিল আশা এসে ভব বাসে,
তব পদ সেবা ক’রব হে;
আমার হল সে সাধ ভঙ্গ ওহে শ্যাম ত্রিভঙ্গ,
কুসঙ্গেতে সঙ্গ হইল॥

তাল—পঞ্চম শোয়ারি।


ভেবে ছিলাম যাদের আপন,
তারা কেউ হলন আপন।
সময় দেখে ফেলে কাকে সকলে করিল গমন॥
সদা ক’রে আমার২ হারাইলাম সকল আমার,
তবু দূর হল না আমার, চিনলেম না আমার কোনজন॥

তাল-লোভা।


গতি কি হবে হে মোর,ওহে দয়াল হরি।
ছিল বড় সাধ মনে ওহে বংশীধারী,
রাধা,শ্যাম যুগল সেবা করিব প্রাণ ভরি॥