পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬
ভক্তিময়ী।

তাল—লোভা।

কি কাজ জীবনে আর ওগো সহচরী।
যার লাগি প্রান সখী যতন জীবনে,
সে যদি ত্যজিল তবে কি ফল জীবনে,
(বেঁচে কাজ নাই) (কৃষ্ণ হারা হয়ে)
মরণ মঙ্গী বিনে হরি॥ ·
কৃষ্ণ উপেক্ষিত, দেহ রাখিয়া কি ফল,
যে দেহে নাই কৃষ্ণ চিহ্ন সে দেহ বিফল,
(বেঁচে ফল নাই২) (কৃষ্ণ শূন্য দেহে বেঁচে)
বে মিলে বল হরি হরি॥
(প্রাণ যারার সময়) (প্রাণের প্রাণ কৃষ্ণ বিনে)

তাল—গড় খেমটা।


শুন সখীগণ মোর নিবেদন, এই কর অন্তঃকালে।
সব সহচরী বল হরি হরি,
অভাগিনীর শ্রুতি মূলে।

(প্রাণ যাবার,সময়)