পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভক্তিময়ী।
১৭

কেন বৃথায় এ জীবন হতেছে পতন,
শ্রীরাধা রমণ কর আরাধনা॥

তাল—লোভা।


এবার’থাকিতে সময় নাম কর উচ্চারণ।
যদি হেলায়, খেলায়’দিন কেটে যায়,
তবে শেষ বেলায় কি হবে রে মন॥
তোমার মিছা কাজে দিন গেল (রে)
(ও মন হরি নাম বলা হলনা)
(কেবল হেলায় হেলায় বেলা গেল রে)
ভুলে করিলিনা ঐ নাম স্মরণ॥
(কি মায়াতে ভুলে রলি)
(কেবল বৃথা সময় কাটাইলি)

তাল-দশকুশি।


যত কিছু দেখ ভবে, সকলি পড়িয় রবে (মন)
(কিছু সঙ্গে যাবেনা) (কেবল মিছে বাজী খেলা),
চোখ মুঁদিলে সব অন্ধকার!