পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভক্তিময়ী।
২৭


(কেবল) এই আশা চিতে নামের সহিতে,
ছার প্রাণ যেন যায়;
(আমার অন্য আশা মনে নাই)
(সবে)-বল হরি হরি, মন প্রাণ ভরি,
হরি বিনে প্রাণ যায়। (সবে হরি বল)

মেলতা।


শ্রীহরি বিচ্ছেদে, রাধে মনের খেদে,
কান্দিতে কান্দিতে অচেতন হল।

-o-

৯ নং গীত।

মিলন গীত।

তাল-একতালা।

শ্যামের বামে রাই কিশোরী হেররে নয়ন।
হেররে মানস আঁখি ছাড়রে মায়া স্বপন॥
কিবা-যুগল কমলে যুগল মুরতী,
মরি কি যুগল শোভা,