পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
ভক্তিময়ী।


মেলতা।

করেছি পুরাণে শ্রবণ,করিলে তব নাম স্মরণ,
বিপদে দেও যুগল চরণ, ওহে শ্রীমধুসূদন।

-o-

১১ নং গীত।

তাল—কীর্ত্তনীয়া তেওট।

গেল রে দিন গেল, কি আশাতে বসে আছিস,
সময় থাক্‌তে বল “হরে হরে”।
ছাড়রে কুবিষয় চিন্তা চিন্ত মুকুন্দ মুরারে॥
রয়েছ অনিত্য ধ্যানে, চিন্তিলে না নিত্য ধনে,
কি ভেবেছ মনে মনে ছাড়রে মন মায় কুস্বপন;
হের নয়ন তরুণ তপন প্রেমের আলো হৃদমাঝারে॥

তাল-যদ্‌।


ভাবনা কি শেষেরুসে দিন ভয়ঙ্কর।
যে,দিনে দিন হবে অন্ত বঁধিবে যম কিংকর॥
ভীষণ সে যম হ্রাস, স্থির দৃষ্টি উর্দ্ধশ্বাস,