পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভক্তিময়ী।

ও তুই সুধা ভ্রমে গরল খেয়ে,
করিলি নিজের পতন॥

(ও অবোধ মন মনরে আমার)


তাল-গড় খেম্‌টা।


এভব জলধি, পার হবি যদি,
ভাব নিরবধি, শ্রীরাধারমণ!
ভীষণ তরঙ্গে, বিনে সেই ত্রিভঙ্গে
রক্ষে কে আতঙ্গে, কররে স্মরণ॥
মন প্রাণ খুলে, দুই বাহু তুলে
ডাক যদি মন হরি হরি বলে,
এ বিশাল ভবে, তবে তো তরিবে,
ভাব প্রেম ভাবে মদনমোহন॥

মেলতা।


হরি নাম বিনে, সেই শেষের দিনে,
গতি আর নাই মন, হরির চরণ কর সাধনা॥