পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভক্তিময়ী।
২৫


তাল—পঞ্চমশোয়ারি।

হাসি হাসি কালশশী বসিল শিয়রে আসি।
তোষে প্রেমভাষে বলে উঠ উঠ প্রাণ প্রেয়সি॥
বন্ধুর যুগল করে, রি অভাগিনীর করে,
কত মত যত্ন ক’রে, বলে ক্ষম রাই রূপসী॥

তাল-দশকুশী।


নবীন নীরদ শ্যাম ত্রিভঙ্গিম গুণধাম,
(হারে২ সখীরে) (কেন নিশী পোহাইল)
দেখা দিয়ে কোথায় লুকাইল।
(আর সহেন।২ (কালার বিরহ প্রাণে)
নিরাশা অশনি হানি; কোথা গেল গুণমণি,
(প্রাণ বাঁচেনা বাঁচেন,)
(কালা বিনে ছার প্রাণ)
আর কি পাইব সখী বল।
(আমার প্রাণের কালারে)
(যাঁর লাগি প্রাণ কান্দে সেই)

(৩)