পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভক্তিময়ী।
১১

শেষের কাল কি হয়না স্মরণ॥
হরি পদ ভজিবারে, এলি ভবমাঝারে,
ভুলি ইষ্ট কামনা কুবাসনা,অন্তরে,
হায় কি করিলি হারালি মজিলি রে;
মায়া মোহে মত্ত মন, মিত্য ধনে অযতন॥

তাল-শোয়ারি।


অনিত্যে মন মত্ত হ’য়ে, নিত্য ধনে হারালি।
কুচিন্তায় চিত্ত মত্ত নিত্য ধনে’না চিন্তিলি॥
যার চিন্তায় যায় ভবের চিন্তা, কর মন তাঁর চিন্তা,
ছাড়রে কুবিযয় চিন্তা; চিন্ত সদা বনমালী॥

তাল— গর’ খেম্‌টা।


ভাব সদা মন, শ্রীরাধারমণ,
শমন দমন, ভব ভয় হারী।
ভাব জনার্দ্দন, মুঢ় মর্দ্দন,
গিরিগোবর্দ্ধন মুরলীধারী॥