পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভক্তিময়ী।

কুদিকেতে দৃষ্টিপড়ে অনুক্ষণ,
মুখে সুখে করে অভঙ্গ্য ভক্ষণ,
শ্রবণে করিছে কুকথা শ্রবণ,
কুরসে রসনা বশী সর্ব্বদাই। (হরি)
আশা করে করে, সুদা কুকাজ করে,
চরণ দিবা রাতি কুপথে বিচারে,
মনে সদা; কুবিষয় চিন্তা করে,
তব পদে রতি মতি মাত্র নই॥

মেলতা।


না দেখি উপায়, বিনে তব পায়,
দেখা দেও দীনে কৃপা করি, ওহে ভব কাণ্ডারী,
চরণ তরী দিয়ে তরাও রাধারমণ॥

তাল—দশকুশী।


কোথায় আছ মধুসূদন পদে দেও দরশন,
তব চরণ বিনা নাই উপায়। (এই ভবমাঝারে)
(তব চরণ বিনে গতি নাই)