পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভক্তিময়ী।
৩৩

দশ ইন্দ্রিয় হবে অবশ, রুদ্ধ হবে কণ্ঠস্বর;
সে দিনের উপায় কেবল শ্রীহরি শুভঙ্কর॥

তাল-একতালা।


(তাই) থাকিতে সময়, ভাব রসময়,
পাবেরে আশ্রয় শ্রীপদ’ কমলে।
তারে ভাবিলে ভাবনা, রবেনা রবেনা,
শমন ভাবনা যাবেরে ভুলে॥
যাঁর নামে মৃত্যুঞ্জয় হ’ল হরে, লহরে লহরে
তাঁর নাম লহরে, নামে প্রাণ শিহরে,
বল উচ্চৈস্বরে, জয় হরে মুরারে মন প্রাণ খুলে॥,

তাল—দশকুশি।


মায়া ঘুমে কত দিন, রহিবে মন অচেতন,
(দেখ দিম্ব যায় দিন যায়)
(একবার চাহরে নয়ন মেলি)
(দিন গণিতে দিন ফুরাইল) (একবার, হরি বল২)

(এইযে গণা দিন ফুরায়ে গেল)