পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দলি ৩ । চণ্ডীমণ্ডপের স্থায় মণ্ডপ । ৪ । ৰাটর সদর দরজার পার্থস্থ বসিবার স্থান দরবার। প্র—"লুজে বসিছে মাত্র”—ধৰ্ম্মমঙ্গল । দলিত ( দে৷ ) [ দল্‌4ত ( কৰ্ম্মে—ক্ত) ] ৰিণ, বাহাকে দলন করা হইয়াছে ; মদিত ; নিপীড়িত। ২। পিষ্ট : চুণিত। ২। ৰিভক্ত (তুল—দাইল ) । ৪। শাসিত ; উৎপীড়িত । * । छैपषाठि ।। ७ । [ कर्दू-ख ] दि१, ৰিকশিত : orಿತ ! দলিল, দলীল (দোলিস্) ( স্থা–দলীল ] বি, কোন বিষয়ের লিখিত প্রমাণ : document. R I SĘ I দলীলদস্তাবেজ —লিখিত প্রমাণস্বরূপ কাগজপত্র। দলীলদাতা—যে প্রমাণ প্রদর্শন করে। দলীল পেশ করা—আপত্তি উথাপন করা । দলীল বন্ধ করা—আপত্তি রহিত করা : জেরা বন্ধ করা । দলীলী প্রমাণ—লিখিত কাগজপত্রের প্রমাণ । দলুজ (দৌলুজ ) দলিজ দ্রঃ বি দরবার গৃহ। প্র-প্রাণনাথে দেখ যেয়ে নয়ন ভরিয়া। দলুজ দুয়ারে রাজা আছে দাড়াইয়া ॥”— ধৰ্ম্মমঙ্গল । দলুয়া, দালো (দৌ ) { দল+ডয়া । বি, লালাভ চিনি : র্কাচ গুড শৈবাল দিয়া শুকাইয়া যে চিনি করা হয় : শক্কর । দশ (শ, ) , দনশ (দীপ্তি-প্রকাশ পাওয়া ) +श्रन् (कन् )=१°भू sभl, क्श्व, न्লোপ] বি৭, ১ • ; দশ সংখ্যা ৷ ২ ৷ বহু । প্র—দশ জনে যাহা বলে । ৩। লোকসমুহ : জনসাধারণ । প্র—“আমি দশের চোখে ধূলো দিয়ে কি না ভাবি আর কি না করি”—রজনী সেন । দশবিশ—দশ ও বিশ সংখ্যার মধ্যে । ২ । অল্প বিস্তর । প্র—wশবিশজন লোক থাকিবে । দশচক্র-চক্র দ্রঃ । দশপচিশ-কড়িখেলাবিশেষ। প্ৰ—“খেলে দশপচিশ ছকড়া লয়ে কড়ি ।”—শিবায়ন । দশশালাবন্দোবস্ত—লর্ড কর্ণওয়ালিস জমিদারগণের সহিত যে দশ বৎসরের মেয়াদে জমির বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন ; "c nanent settlement of Bengal. oil-of-3 দশ স্থানেদস । প্র—“করহ ইহা হরিচন্দ্র মানুস পাঠাও জন দস।”—শূন্তপুরাণ। দসবিস— দশৰিশ । প্র—“বলিষ্ঠ হইলে বড় দসবিস হয়্যা জড় সন্ধৰ্ম্মিরে করএ বিনাশ ।”—শুন্তপুরাণ । দশক ( ) { দশন°ক (পরিমাণার্থে) ] বি. ক্লী, দশ সংখ্যা : ১• ৷ ২ ৷ একাধিক অঙ্কের দক্ষিণদিক্ হইতে বামের দ্বিতীয় অঙ্ক । দশকণ্ঠ, দশকন্ধর [ দশন=দশ হইয়াছে कट्टे-बेबि षांश्चाब्र, बथ् ] शि, পুং, দশস্কন্ধ ; দশগ্ৰীৰ : দশানন ; রাৰণ ৭৬ e দশকৰ্ম্ম দিশন=দশ-ষে কৰ্ম্মন্‌=কৰ্ম্ম—স্কর্ণধা] ৰি, ক্লী, আধ্যদিগের অমুষ্ঠেয় গর্ভাধানাদি দশ প্রকার সংস্কার । দশকৰ্ম্মান্বিত { দশকৰ্ম্ম +অদ্বিত ] বিণ, যিনি দশবিধ সংস্কার ক্রিয়ায় সিদ্ধ বা অভিজ্ঞ । দশকিয়া (দশক (দ্রঃ)+ইয়। ] ৰি, যে গণিতে দশকের হিসাব আছে ; দশক ঘটিত গতি । দশকুশী, দশকোশী (শ) { দশ–ক্রোশ +ঈ ( অস্ত্যর্থে)—যাহাঁতে দশ ক্রোশ আছে অর্থাৎ দৃশ ক্রোশ পরিমাণ ] বি, দশ ক্রোশের পথ। প্র—ঘুড়ি ঘোড়া দৌড় কুচে, দিনেতে দশকুশী মারে।”—রামপ্রসাদ । দশগ্রামী (শ, ) { দশগ্রাম+ইন ( অস্ত্যৰ্থে) =দশগ্রামিন ১ম, ১ব ] বি, পুং, যে দশখানি গ্রামের অধিকারী । " দশচক্র (–চক্ক্র) { চক্র দ্রঃ। দশ জনের চক্র –৬৩২) বি, ষড়যন্ত্র। প্র—“দশচক্রে ভগবান ভুত”—প্রবচন । - দশদশা ( দশ - ) [ দশ+দশ ] বি, দশবিধ অবস্থা | দশা দ্রঃ । দশদিক—বি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ঈশানকোণ, অগ্নিকোণ, বায়ুকোণ, নৈঋত কোণ, উদ্ধধিক, অধোদিক । দশদিশ (শ, শ ) দেশ- দিশ) ৰি, দশদিক্ । প্র—"চকিত নয়নে ঘন দশ দিশ চাই ।”— কবিশেখর । “বাসনার বশে মন অবিরত ধায় দশদিকে পাগলের মত"--রবীন্দ্র । দশধা [ দশ +ধ (প্রকারার্থে ] অ, দশ প্রকার । ২ । দশবার । দশন (ন) [ ধনশ (দংশন করা )+অনটু ( করণে) যাহাম্বারা দংশন করে ] বি, পুং, দন্ত । প্র—“ক্ষণে ক্ষণে দশন ছটাছট হাস । ক্ষণে ক্ষণে অধর আগে কর বাস ॥”—বিদ্যাপতি। “দশলে রসনা কাটি গুড়ি গুড়ি যায় । আই আই কি লাজ কি লাজ হায় হায় ॥"— অগ্নদামঙ্গল ৷ ২ ৷ পৰ্ব্বতের অগ্রভাগ ৷৷ ৩ ৷ [ ভাবে-অনটু ] দংশন। ৪ । পল পরিমাণ। প্র—“দশন পোনের তৈল লাগে”—ঘনরাম । দশনবাস ( ন শ, ) ( প্রা-বাং । অপ্র ] বি, দশনের আচ্ছাদন ; ওষ্ঠ ; ঠোট । প্র— অরুণ বরণ দশন বাস। বাধুলি ফুলের গরব নাশ ॥"–চণ্ডীদাস । দশবল (স্) বি, তথাগত ; বুদ্ধ । প্র—"হিংসাধৰ্ম্মে ঘোর বৈর, হেথায় ভূপতি ঐর রাজ্য করে বল দশবল”—কাঞ্চীকাবেরী । দশবাইচণ্ডী (দশ বাইচোর্ল্ড ) { দশ+ৰাই ( বাহ ) চওঁী ( দুর্গা—কোপনা-উগ্রা নারী)] नि, औ, अश्विनर्मिनौ : अलङ्कछ छूर्शी ।। २ ।। অতি কোপনা মারমুখী নারী ; রণচণ্ডী। ल*j দশবার্ষিক ( ) { দশবর্ষ+ইক (ভৰাখে— ঞ্চিক ) ] ৰিণ, দশবর্ষে নিম্পাদ্য ; প্রতি দশৰধাস্তুর প্রকাষ্ঠ । দশবিধ [ দশ-বিধা (প্রকার )যাহার, ৰং ] বিণ, দশপ্রকার । দশভূজা [দৃশ সংখ্যক ভুজ যাহার, বং1ৰি স্ত্রী, দুর্গাদেবী। কোন কালে নাই ষষ্ঠীপূজা একেবারে দশভুজা—বষ্ট পূজার স্কায় সাধারণ ও সামান্ত ব্যয়সাধ্য পূজা যে করে নাই তাহার পক্ষে সৰ্ব্ব পূজার শ্ৰেষ্ঠ দুর্গাপূজা বিসদৃশ, বিস্ময়কর ও অসম্ভব : কৃপণের বৃহৎ ক্রিয়াকৰ্ম্ম । দশম দশন ৮ম (পুরণার্থে) ] বিণ. দশের পূরক। দশমস্যায় ( ) বি. দশজন লোক একত্র হইয় দেশাস্তরে যাইতে ছিল এমন সময় একটা নদী পার হইয়া তাহারা আপনাদিগকে গণনা করিয়া দেখিল যে দশজন আছে কি না, কিন্তু, ধিনিই গণনা করেন তিনিই নিজেকে না ধরিয়া নয়জন গণনা করেন এই ব্যাপার দেখিয়া একজন আত্মদর্শী উহাদিগকে বিশেষ করিয়া বুঝাইয়া দিলেন যে, ইহার মধ্যে দশম ব্যক্তিও আছে । তদ্রুপ বিশ্বাত্মা পরমেশ্বর সর্বঘটে বিরাজ করিলেও তাহাকে লোকে বিস্মৃত হয় কিন্তু আত্মদর্শী বেদান্তবাক্যোপদেশ দ্বার বিশ্বাত্মার সাক্ষাৎকার করেন । দশমহাবিদ্যা—বি, স্ত্রী, মহাশক্তির দশমূৰ্ত্তি । কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্ত, ধূমাবতী, বগলী, মাতঙ্গী, কমলা বা রাজরাজেশ্বরী । দশমাবতার ( র) { দশম ( দশসংখ্যাপূরক যে অবতার—কৰ্ম্মধা ] বি, পুং, কল্কী অবতার । দশমিক ( কৃ) [ দশম+ইক্) ] বিণ, অথও রাশির দশাংশের এক অংশ ; দশগুণোত্তর offs ; decimal. দশমিক ভগ্নাংশ– decimal fraction. দশমী [দশম+ঈপ—ী ] বি, স্ত্রী, চন্ত্রের দশম কলার হ্রাসবৃদ্ধিজনিত তিথি । ২ । জীবনের শেষ দশা । দশমী দশা-মৃত্যু। ७य–“८कक्ल प्रश्री श्रो ििष निम्नछिल'বিদ্যাপতি । . দশমীস্থ [ দশমী ( শেষ দশা ) স্থ ( যে থাকে )] বিণ, বৃদ্ধ। দশরথ (খ ) { দশ (দশদিকে ) রথ যায় যাহার, ব্ৰহ ] ৰি, পুং, স্ত্রীরামের পিতা । দশরূপক ( ) ৰি, কী, অলঙ্কার গ্রন্থ বিশেষ । দশশত (শ, ) [ দশ (দশ গুণিত) যে শত, কৰ্ম্মধা ] বি, ক্লী, এক সহস্ৰ । দশসনা (দশশন ) { দশ–সন (বর্ধ) বয়স যাহার, বহ ] বিপ, দশসম জঃ ।