পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণ কৃষ্ণদ্বৈপায়ন (কুর্টদ্বৈপায়ন) কুক (কৃষ্ণ বর্ণ) যে দ্বৈপায়ন (দ্বীপ হইয়াছে অয়ন—আশ্রয়, বিশ্রাম স্থান যাহার) দ্বীপে জন্ম বশতঃ এই নাম] বিপুং বেদব্যাস ইনি পরাশরের ঔরসে মৎস্তগন্ধাগর্ভে যমুনা-দ্বীপে জন্মগ্রহণ করেন। ইনি বেদবিভাগকৰ্ত্ত বেদান্ত পুরাণ ও মহাভারতরচয়িতা ও শুক্দেবের পিতা জৈমিনি, বৈশম্পায়নাদির গুরু । কৃষ্ণপক্ষ [ কৃষ্ণ (কৃষ্ণবর্ণ যে পক্ষ—কৰ্ম্মধা ) ] বি, পুং, যে পক্ষের রাত্রি কৃষ্ণবর্ণ থাকে ; মাসের যে ভাগে চন্দ্রের ক্ষয় হইতে থাকে : প্রতিপদ হইতে অমাবস্ত পৰ্য্যন্ত। কৃষ্ণবস্থা ( কৃষ্ণুটবৃক্কৰ্তা) কৃষ্ণ (কৃষ্ণবর্ণ— অন্ধকার ) হইয়াছে বস্ত্র ( বক্সন-পথ) যৎ কর্তৃক, বহ ] বি, পুং, অগ্নি (প্রজ্বলিত হইলেই ধুমধার কৃষ্ণবুর্ণ হয় বলিয়া এই নাম)। ২ । রাহু । ৩ । চিতের গাছ । ৪ । বিণ, কৃষ্ণকৰ্ম্ম ; কুপথগামী। কৃষ্ণমুগ (কৃর্টমুখ ) কৃষ্ণ (কৃষ্ণবর্ণ) যে মুগ ( মুগে) কৰ্ম্মধা ] বি, পুং, কালমুখ ; যে মুগের আবরণ কাল । কৃষ্ণলোঁহ (কৃষট —) [ কৃষ্ণ ( কৃষ্ণবর্ণ) যে লৌহ, কৰ্ম্মধা] বি, স্ত্রী, যে লৌহ অন্ত লৌহকে আকর্ষণ করে ; আয়ক্ষান্তমণি ৷ কৃষ্ণশরিবা (কৃষ্ট – ) বি, খামালতা ; hemidesumus indicus. কৃষ্ণশালি (কৃষ্ণুট—) বি, কাল হেমন্ত १ांशुछ । কৃষ্ণশৃঙ্গ (কৃষ্টস্স্থংগো ) { কৃষ্ণ (কাল ) হইয়াছে শৃঙ্গ যাহার, বহু ] বি, পুং, মহিষ । কৃষ্ণসখ ( কৃয টশখ ) [ কৃষ্ণের সখা, ৬তৎ, সথl=সখ ] বি, পুং, অৰ্জ্জুন । কৃষ্ণসপ (কৃষ্ণ টশরূপে ) { কৃষ্ণ ( কাল ) সৰ্প ] বি, কাল সাপ ; কেউটিয়া ; the lilack colora. কৃষ্ণসার (কৃর্টশার ( কৃষ্ণ (কলি) হইয়াছে সার ( স্থিরাংশ-পৃষ্ঠদও ) যাহার, বহু ] বি, পুং, মৃগবিশেষ ; কালসার : the indian antelope. কৃষ্ণসারথি (কৃষ্ণ টশারোণি) [ কৃষ্ণ হই য়াছিলেন সারথি ( রথচালক ) যাহার, বই ] বি, পুং, অর্জুন । কৃষ্ণস্কন্ধ (কৃষ্ণ টশ কন) [ কৃষ্ণ (কৃষ্ণবর্ণ) হইয়াছে স্কন্ধ যাহার, বহ ] বি, পুং, তমালগাছ। কৃষ্ণাগুরু (কৃষ্ট গুর ) { কৃষ্ণ যে অগুরু, কৰ্ম্মধা । হি—কালাগর ] বি, পুং, কৃষ্ণচন্দন, কাল অগুরু । কৃষ্ণাচল (কৃষ্ণটাচল) [ কৃষ্ণ যে আচল (পৰ্ব্বত) কৰ্ম্মধ] ] বি, পুং, রৈবতক পৰ্ব্বত । ২ । কৃকাধিষ্ঠিত গিরি। 8ම්ඨ কৃষ্ণজিন (কৃর্ট জিন) [ কৃষ্ণের (কৃষ্ণ মৃগের ) অজিন ( চৰ্ম্ম ) ] বি, ক্লী, কৃঞ্চসার মৃগের চৰ্ম্ম । কৃষ্ণাদিগণ (কৃষটাদিগন) [ বৈদ্যকে ] বি, পিপ্পল্যাদিগণ ( কৃষ্ণ, চিত্রক, বচ, বাসক, বিকসা, ঘন, গস্থিক, এলা, অতিবিষ, রেণুক, কটুত্রয়, যমানী, গোস্তনী, ব্যাস্ত্রী, ভূনিম্ব, বিত্ব, চন্দন, বামনহাটী, তামা, শিবা, ধাত্রী, স্থির, মুর্ব, জীরক, সর্ষপ, হিঙ্গু, কণ্টকী, বিড়ঙ্গ ) । কৃষ্ণানন্দ (কৃষ্ণ টানন্দে) বি, পুং, তন্ত্রশাস্ত্ৰ— সংগ্ৰহকৰ্ত্ত : তন্ত্রসার নিবন্ধকারক ; রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় ( ১৭১•—১৭৮৩) কৃষ্ণনন্দ সাৰ্ব্বভৌম নামে এক মহাপণ্ডিত প্রাদুভূত হইয়াছিলেন। তন্ত্রশাস্ত্রে তাহার অসাধারণ ব্যুৎপত্তি ছিল বলিয়া আগমবাগীশ নামে ইনি প্রসিদ্ধ ছিলেন। কথিত আছে ইনি কালীপূজা ও দীপাবলী প্রথা বঙ্গদেশে প্রচলিত করেন । ২ । কৃষ্ণে প্রীতিমুক্ত। কৃষ্ণাভা (কৃষ্টাভ ) { কৃষ্ণ—আভ ] বি, কাল ছটা। ২ । কালাঞ্জনী : কালকাপাস বৃক্ষ। কৃষ্ণtভ্র (কৃষ্ট বৃত্রে । বি, কাল অত্র : नौलांच । কৃষ্ণামিষ (কৃষ্ট মিষ, ) { কৃষ্ণ (কাল ) আমিষ (আমিৰ গন্ধ বলিয়া) = লৌহ ] বি, ক্লী, কৃষ্ণায়স ; চুম্বক লৌহ । কৃষ্ণায়স (কৃধটায়স্) (কৃষ্ণ (কৃষ্ণবর্ণ) যে অয়স (লৌহ ) কৰ্ম্মধ ] বি, ক্লী, চুম্বকলেীহ : কৃষ্ণায়স । কৃষ্ণালু (কৃষ্ণ,চালু) । কৃষ্ণ+আলু) বি, পুং আপুবিশেষ । ২ । কেউগাছ। কৃষ্ণাষ্টমী (কৃষ্ণুটা টোমি) [ কৃষ্ণ (কৃষ্ণ পক্ষীয়) যে অষ্টমী, কৰ্ম্মধা] বি, স্ত্রী, ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী ; শ্রীকৃষ্ণের জন্মতিথি। কৃষ্ণেফু (কৃষ্ণ টেকৃথু) { কৃষ্ণ ( কাল ) ইক্ষু ] বি, পুং, কাজলা আক্ৰ । কৃষ্য (কৃষ্ণব ) { কৃষ্ণ, (কর্ষণ করা) য (কৰ্ম্মে) ] বি৭, কর্ষণোপযোগী । কুপ্ত (ক্লিপতে) [সং] বিণ, কল্পিত। ২। নিৰ্ম্মিত ; রচিত ৷ ৩ ৷ ধায্য । ৪ । ছিন্ন । • । প্রত্যক্ষপ্রমাণযুক্ত। প্ৰ—কগু শ্রতি চারিভাগে বিভক্ত। বি. কপ্তি। . কে [ কিম্ শব্দজ ] স, কেহ ; কোন ব্যক্তি ৷ ২ ৷ [ কিম্ শব্দ কর্তৃকারকে ১ম, বহুবচনান্তরূপ ] কাহারা ; (সংক্ষেপে) কারা । ৩ । [ব্যাকরণে] কৰ্ম্মকারকের বিভক্তি রে, এরে, এ স্থলে কে । যথা,—হরিকে স্থলে হরিরে ইত্যাদি । ২য় ৰিভক্তি "কে" স্থলে স্বার্থে “ক”ও হয় । প্র—"বিহিক ডাব্ললি” –বি, প। ৭মী কেঁচ ( কে=তে ) ৷ প্ৰ—“গুরুকে দক্ষিণ দিয়া ঘরকে গমন” –কৃত্তিবাস । ব্ৰজভাষা ও প্রা,বৈ সাহিত্যে ২য় বিভক্তি “কে” স্থলে "ক" এবং কর্তৃকারকে দ্বিতীয়ায়”কে” স্থলে সপ্তমীর "ত” দৃষ্ট হয়। ৪ । [ গ্রাম্য প্রাদে, বৰ্দ্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর ] প্রতি ; দিকে : উদ্দেশে । যথা—ঘরকে যাই, জলকে যাৰ । প্র—“ছোট বউগো জলকে যা ।” ৫ । প্রতি : প্রত্যেক। প্র—মণকে টাকা বাদ ঃ বছরকে একদিন। ৬। প্রা, বাং—দ্বারা অর্থে ৩য় বিভক্তি চিহ্ন। প্র—"তিন পুখুরীর জল চাই গণ্ডষেকে। সাত পুখুীর জল চাই এক নিসাসেকে ॥”—শূন্তপুরাণ । কেঅট, কেয়ট (ক্যাওটু ) { সং—কৈবৰ্ত্ত, প্রাকৃ—কেবট, হি—কেবৃন্টু ৷ গ্ৰী ] বি, ধীবরজাতি। স্ত্রী, কেঅটণী । কে আর ( কাওরা ) [ সং—কিরাত ] বি, কিরাত (দ্র: ) জাতি ; হিন্মুজাতিবিশেষ । কাওর। স্ত্রী, কেঅরাণী । কেঅ', কেয়া সং—কেতক। হি—কেঅ' ] বি, কেতকীকুসুম বৃক্ষ ; কেয়াফুলের গাছ । কেআরী ( কেয়ারি ) { সং—কেদার— কেদারিক ] বি, কেয়ারী দ্রঃ । কেউ [ হি—কেই প্রা-বাং-কেই] স. কেহ । কোন ব্যক্তি। প্র—"ঢেউ দিওনা কেউ এ জলে বলে কিশোরী।”—হরুঠাকুর । ২ । কেয়াফুল। কেউটিয়া, কেউটে কৃষ্ণ-গ্ৰা—কেটে তাহা হইতে—কেউটে ] বি, কৃষ্ণবর্ণ তীক্ষ বিষধর সর্প ; কেউটে সাপ। ২ । তৃণবিশেষ । র্কে [ অনুকার শব্দ ] বি, পক্ষীর আর্তনাদ শব্দ । কেঁউ [ অমুকার শব্দ ] বি, কেউ শব্দ। কেউ কেঁউ–কুকুরের ডাক। ২ । [সং—কেমুক, হি—কেমুআ ] উত্তরদেশজাত বৃক্ষবিশেষ । কেউগাছ : costus speciosus. কেঁক ( ক্যা ) বি, অমুকার শব্দ। স্বার্থে আঘাত পড়িলে তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ বা বিস্ময়প্রকাশ। কেঁক কেঁক—ঐরূপ ডাক । কেঁকর কেঁকর—ক্রমাগত ঐরাপ শব্দ । কেঁক করে উঠা-অপ্রীতিকর বিষয়ের তৎক্ষণাৎ প্রতিবাদ করা ; আক্রমণে উদ্যত হওয়া। তুল—ফোস্কর ৷ কেঁক কেঁক করা—গলার কক্কশ শব্দ করা । বিণ, কেঁককেঁকিয়া, কেঁককেঁকে—কক খকণ্ঠ । ক্রি, কেঁককেকান। বি, কেঁককেঁকানি-কেঁক কেঁক শব্দ। । কেঁচ (ক্যাচ,) বি, অমুকার শব্দ। কোন কোমল জলীয় বস্তুর উপর কঠিন বস্তুর আঘাত জাত শব্দ। ২। কচুর স্কার কোমল দ্রব্য এক