পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতু তুল-চতুভূজ হওয়া—স্বৰ্গ হাত বাড়াইয়া পাওয়া ] অতিশয় আনন্দিত স্বৰ্গসুখ লাভের আনন। প্র—“চতুভূজ হই বুঝি তাহারে দেখিলে”—নিধুবাবু। চতুর্মাস (চোতুরমাস) বি, আষাঢ়ের শুরদ্বাদশী বা পূর্ণিমাতে আরম্ভ করিয়া কাৰ্ত্তিক মাসের শুক্লম্বাদশীতে সমাপ্ত হয় । চতুর্মাসিক, চাতুর্মস (চতুর্মশিক্—মশ) বিণ, চতুর্মাস ব্যাপী কৃত্য ; শয়ন একাদশী হইতে উত্থান একাদশীৰ্যাপী ব্ৰত। চতু-মুখ (চোতুর্মুখ,) [ চতুর (চারখান) মুখ, (আনন) হইয়াছে যাহার, বহ ] বি, পুং, চতুরানন : ব্ৰহ্ম ৷ ২ ৷ বিণ, চার মুখবিশিষ্ট । ৩। কবিরাজী ঔষধ ; চতুর্মুখ বড়ী। ৪ । .[ব্যঙ্গার্থে ] অনর্গল বক্তা । চতুযুগ ( চোতুরঙ্গ) (চতুর (চার) । ( দ্বিগু ) ] বি, ক্লী, সত্য, ত্রেত, দ্বাপর ও ৰুলি । চতুশ্চত্বারিংশৎ ( চোতুশৃচৎস্তারিংশং ) [ চতুর্ (চার) চত্বারিংশং (চল্লিশ) চতুরধিক চত্বারিংশৎ—ম,প,লো, কৰ্ম্মধা ] বি, স্ত্রী, চার অধিক চল্লিশ : চুয়াল্লিশ , ৪৪। চতুশ্চত্বারিংশত্তম (চোতুশচৎতারিংশংতম) [ চতুশ্চত্বারিংশৎ +তম (পুরণার্থে) ] বি৭, ৪৪ সংখ্যার পূরক ; চতুশ্চত্বারিংশ। চতুস্ক (চোতুক) (চতুর্*ক (সংজ্ঞার্থে) ] বি, ক্লী, চত্বর ; চারিকোণ প্রাঙ্গণ ৷ ২ ৷ চারিকোণে চারিস্তম্ভযুক্তমণ্ডপ । স্ত্রী, চতুকী— চারিকোণা পুষ্করিণী । ২ । চৌকি। চতুষ্কর ( চোতুক ) { চতুর্ ( চার ) कब्र (श्रड) पांशग्न-द& Jवि, ५९, नांब्रांझ१ ; বিষ্ণু। ২। শিব। প্র—“বর ভয়াম্বিত চতুষ্কর"–শিবনামাবলী, অ, ম। ৩। বিণ, চারি হস্তবিশিষ্ট ; চতুভুজ ; quadrumanous. চতুষ্কর জন্তু—যে সকল জস্তুর পদম্বর হস্তের মত অর্থাৎ দুই হস্ত ও দুই পদের অগ্রভাগ করের মত ; বানরাদি ; quadru îll:RIla. চতুষ্কোণ +८कां* ] दि१, quadrangular. চতুষ্টয় ( চোতুৰ টয়, ) { চতুর+তয় (অবয়বার্থে—তয় )] ধিণ, যার চারি অবয়ব । ২ । চতুৰ্ব্বিধ। ৩। বি, ক্লী, চারি সংখ্যা । ৪ । চার সংখ্যার সমষ্টি । প্র—আশ্রমচতুষ্টয় । চতুষ্পথ (চোতুৰ পথ, চতুর (চার) পথ (পখিন শব্দজ-রাস্তা ) তাহার সমাহার, সমাহার দ্বিগু ] বি, ক্লী, চৌরাস্তা : চৌমাথা , যেখানে চারটা পথ মিলিত হইয়াছে। ( চোতুর্য কোম্) [ চতুর্—চতুঃ চারকোণযুক্ত ; চৌকা ; Φ &υ চতুষ্পদ ( চোতুৰূপ ) { চতুর (চার) পদ, পদের সমাহার—সমাহার দ্বিগু ] বি, ক্লী, চারি চরণবিশিষ্ট শ্লোক ( পদ্য) ৷ ২ ৷ চার পদবিশিষ্ট জন্তু ; যে জীবের করম্বয়ও পদের স্থায় ; পশু : [ জ্যোতিৰে ] মেষ, বৃষ, সিংহ এবং মকরের পূৰ্ব্বাৰ্দ্ধ ও ধনুর পরাদ্ধ। ৪ । বিণ, চারি চরণবিশিষ্ট । ৫ । [ ব্যঙ্গার্থে। গ্রাম্য ব্যবহার ] পশুর স্কায় বুদ্ধিবিশিষ্ট। প্র-বুদ্ধি চতুষ্পদ। স্ত্রী, চতুষ্পদী। চতুষ্পাঠী (চোতু,পাঠ) {চতুর (চার বেদ) পাঠ (অধ্যয়ন) হয় যেখানে বহু ঈপ – স্ত্রী ] বি, স্ত্রী, বেদাধ্যয়নস্থান ; বেদ-বিদ্যালয় ; টোল ; চৌবাড়ী । চতুষ্পাদ (চোতু পাদ) [ চতুর (চার) পাদ ( পা ) যাহার—বহ ] বি, পুং, পশু । চতুষ্পদ। ২। শ্লোক। ৩। সর্বাবয়বপুর্ণ ধৰ্ম্ম । ৪ । বিণ, সম্পূর্ণ ; চারপোয়। ৫ । জ্যোতিষোক্ত করণবিশেষ । চতুস্তল (চোতুস্তল) [ চতুর্ (চার) তল যাহার বহু ] বিণ, চারিতলা : চৌতলা । চতুস্ত্রিংশৎ (চোতুস্তৃংশং) [ চতুর (চার) ত্রিংশং (ত্ৰিশ) চতুরধিক ত্রিংশৎ-ম, প, লো, কৰ্ম্মধ ] বি, স্ত্রী, চৌত্রিশ, ৩৪ ৷ চতুস্ত্রিংশত্তম (চোতুস্তৃংশতম) চিভুঞ্জিংশং +তম (সংখ্যাপুরণার্থে) ] বিণ, ৩৪ সংখ্যার পূরক। চত্বর (চত্তর) [সং। চত, (গমন করা) +বর ( কৰ্ম্মে—ম্বরচ, )—গমস্থান ] বি, ক্লী, প্রাঙ্গণ ৷ ২ ৷ চাতাল : চটান দ্রঃ ৷ ৩ ৷ quadruped. 3 ! আবাস। প্র—"বিপাকে চত্বর ছাড়ি প্রজ দিল রড় ।”-কবিক । ৪ । ৫ । রঙ্গভূমি। চত্বার-বি, চার। চত্বরিংশৎ ( চৎতারিংশং ) { পরিমাণার্থে নিপাতনে সিদ্ধ ] । বি, স্ত্রী, চল্লিশ , ৪• । চত্বাল (চত্তাল্) (সং ] বি, চাতাল। চনচন, চন্‌চন (চন্‌চন্‌) { সং–চন (শব্দে ) চন্‌চন এই শব্দ । হি–চনচ্নানা, চনচনাহটু ] অ, বেগ বা প্রবাহধ্বনিবাচক অব্যয় । প্র—জল বা রক্ত চন্‌চন্‌ ক’রে বয়ে যায়। ২। শিরা, স্নায়ু প্রভৃতির সঙ্কোচ জনিত ক্লেশামুভূতিবিশেষ । ৩। স্ফোটকাদির রস শুষ্ক হইবার ভাববোধক ৷ ক্রি, চনচনান (নো ) । বি, চন্‌চনানি । বিণ, চন্‌চনিয়া, চনচনে (চম্চোনে) । [ ঐ:–চন্‌চন্‌—তীব্র অনুভূতি पl cपण । श्रृश्ठाँझ-न्ििन्; भूछ्डङ्ग স্থানে চুনচুন। - চনমন, চলমন (চনমন) [ চন (চঞ্চল )— t;to মন ! অ, চাঞ্চল্যের ভাববোধক অব্যয় । বিণ. চনমনিয়া, চনমনে (চনমোনে) চঞ্চল। ২। জড়তাবর্জিত ; জীবন্ত । ক্রি, চনমনান ( নো ) বি, চনচনানি । চনা, চোন—বি, গোমুত্র। চন্দ, চন্দা [সং–চন্দ্র ; প্রাকৃ–চক্ষ। ব্রজ, প্রা-বৈ-সা—চন : চন্দা]বি, চন্দ্র ; চাঁদ । প্র— "রজনী উজোরল গগনহি চন্দ ॥"—জ্ঞানদাস । “আজু রজনী হাম ভাগ্যে পোহায়মু পেখমু পিয়া-মুখ-চনা”—বিদ্যাপতি। ২।[রাসায়নিক পরিভাষায় ] রজত ; চন্দ্র : silver, প্র— চন্দহেম । চন্দক (চন্দ্ৰৰু) {চন ( দীপ্তি পাওয়)+ অক ( কৰ্ত্ত—সংজ্ঞার্থে)] বি, পুং, চাদামাছ। চন্দন (চন্দ্রন) [ চন, ( আল্লাদিত করা ) +অন (কর্তৃ—সংজ্ঞার্থে) । গ্রা, চম্নন (চন্‌ নোন্‌)] বি, পুং, চন্দনবৃক্ষ ; যাহা স্বগন্ধে মন আনন্দিত করে ৷ ২ ৷ ক্লী, চন্দনকাষ্ঠ ৷ ৩ ৷ বাট চনান। স্ত্রী, চন্দন । শ্বেতচন্দন— শ্বেতবর্ণ সুগন্ধ চনান। হরিচন্দন (পীত চন্দন)–পীতবর্ণ সুগন্ধ চন্দন ; শ্ৰীখও চন্দন । রক্তচন্দন—গন্ধহীন রক্তবর্ণ চন্দন । কুচন্দন—(বীজ রক্তবর্ণ বলিয়া রক্তচন্ন নামে অভিহিত) বকমকাঠ ৷ চন্দনপীড়ি –চন্দন ঘধিবার পাঠক! : চন্দনকুড়ি । চন্দনধেমু (ন) [ চন্দন ( দ্বারা অলঙ্কত ) যে ধেনু (গৰী) কৰ্ম্মধা ] বি, স্ত্রী, পতি পুত্রবর্তী নারীর মৃত্যুর পর অশৌচান্ত দ্বিতীয় দিনে বৃষোৎসর্গের পরিবর্তে চন্দনাঙ্কিত সবৎস! ধেনু দান করা হর ; ঐ প্রদেয়া ধেমুর নাম চন্নধেনু । চন্দনপঙ্ক (ন) বি, সৃষ্টচনন। প্র—“সৰ্ব্বাঙ্গে চন্দনপঙ্ক অঙ্গদ বলয় শঙ্খ বাই বিভূষণ সুশোভন ।”—কবিক । চন্দনপুষ্প (ন) [ চন্দনবৎ স্বগন্ধযুক্ত যে পুষ্প—ম, প, লো, কৰ্ম্মধা ] বি, ক্লী, লবঙ্গ । চন্দনসাল (চন্দ্রনশাল্) বি, ধান্তভেদ ; ধান দ্রঃ । প্র—“রক্তসাল চন্দনসাল বুনেন একভিতে । রাজদল মোকলস বুনেন তুরিতে।” —শূন্তপুরাণ । চন্দনা | সং–চন্দন+আপ, স্ত্রী ] বি, স্ত্রী, শুকপক্ষিবিশেষ ; যে টিয়ার গলায় লালরেখার বেষ্টনী বা কঁাটি আছে ৷ ২ ৷ নদীবিশেষ । ৩ । মৎস্তবিশেষ । চন্দনাচল ( ) { চন্দন-অচল ( পৰ্ব্বত ) ] বি, পুং, মলয়পৰ্ব্বত ; মলয়াচল । চন্দরস (*) षि, *—sandarac সামক বৃক্ষ-নির্ধ্যাস ; ধূনা ; রজন। চন্দহেম (ন) [ রাসায়নিক পরিঃ (চল=চত্র =রৌপ্য)—হেম ( স্বর্ণ) ] বি, রজত ও স্বর্ণ