পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাস্তি কাস্তিদায়ক ( ) [ কান্তি (লাবণ্য) দায়ক (যে দান করে ) দা ( দান করা ) +অক -कर्दु ] वि, क्ली, कांजौग्नक नामक ग्रंक अव]; ইহামাখিলে লাবণ্য বৃদ্ধি হয় বলিয়৷ এই নাম)। ২ । বিণ. শোভাদায়ক । লাৰণ্যৰদ্ধক । কাস্তিভূৎ [ কাস্তি (শোভা ) ভূ (ধারণ করা) +ক্ষিপ, কত্ত্ব ] বি, পুং, চন্দ্র ( কাস্তি নামক কলা ধারণ করেন বলিয়া চন্দ্রের এই নাম) । ২। বিণ. কাস্তিযুক্ত ; যাহার দেহে কাস্তি আছে । কান্তিমান [কাস্তি+মতু (অন্তর্থে)=কাস্তিমৎ ১ম, ১ব ] বিণ. কাস্তিবিশিষ্ট দীপ্তিমান ; শোভাযুক্ত। ২। বি, পুং, চন্দ্র ৷ ৩ ৷ কামদেব। স্ত্রী, কান্তিমতী—চত্রকলা । ২ । অপরবিশেষ । কান্দ (কানদে' ) { কৰ্ম্ম-অ ( ভবার্থে, অন) ] বিণ, কন্দোৎপন্ন ; কন্দজাত ৷ ২ ৷ কণী সম্বন্ধীয়। কান্দন (ন) [ ক্ৰন্দন-কানন-কদিন । গ্ৰী ] বি, ক্ৰন্দন ; অশ্রমোচন । কান্দপ [ কাপ ( কাম )+অ (অপত্যার্থে, অণ, ) ] বি, পুং, কন্পের পুত্র। ২। বি৭, কলাপ সম্বন্ধীয়। কান্দাল, কাদাল, কেঁদেল ( ) যুদ্ধাঙ্ক বিশেষ । কান্না | সং—ফ্রান : হি—কাশনা ; বাং— কান্না ] বি, ক্ৰন্দন ; রোদণ : কাদা। প্র— "সেহাসিতে সে কান্নাতেকত মুখ মাথা তাতে।” —প্রেম ও ফুল । অসক্রি, কান্তে—ক্ৰদন করিতে ; কাদিতে ( কাদা দ্র: )। প্র-- “তোমার ডেকে দেখা পাইনে তাইতে, আমার জনমগেলকাতে” –কাঙ্গালহরিনাথ। কান্না পায়—ক্রি, ক্ৰন্দনের বেগ আইসে ; রোদন করিতে ইচ্ছা বা প্রবৃত্তি জন্মে ৷ ২ ৷ দুঃখ হয় । প্র—আহা সে বেচারী খেতে না পেয়ে এত রোগ হয়ে গেছে, যে তাকে দেখুলে কান্না পায়। কান্নাকাটি । কাদা ও হাত পা আছড়ান, মাথা কুটা বা খোড়। ] বি, শোকতাপ ৷ ২ ৷ আবদার। কান্না হাটি, টী কোন্না-হাট ( হাটের গও গোল ৰৎ) ] ধি, দুঃখ প্রকাশ ; করুণা করা। ২ । উচ্চৈঃস্বরে রোদন ; হাহাকার। প্র— “হল রান্নাঘরে কান্নাহাটি”—ঈশ্বর গুপ্ত । "তাঁহা হইলেই তো বোম্বাই সহরে কান্নাহাটী যাইবে।”—বঙ্গবাসী । মায়া-কান্না —কপট ক্রননি ; যে কান্না আন্তরিক শোক জনিত নহে কেবল মায়া দেখাইয়া বাদে কেলিবার জন্ত । মর-কান্না-আত্মীয়স্বজন মরিলে স্ত্রীলোকে যেরূপ উচ্চরোলে ও বিনাইন ৰিলাইয়৷ কাদে । ՏԳՏ কাস্যকুব্জ (কানোকুবুজে) [ কঙ্কা কুজ+ অ (সম্বন্ধার্থে—অণ) ] বি, পুং, কনোজদেশ। ২ । (কান্তকুজ+অ৭ (তত্ৰত ব্ৰাহ্মণ অর্থে) কনৌজ ব্রাহ্মণ । কাপ ( পৃ ) { সং—কপট-কপট ] ৰি, ছলনা ; কপটতা ) প্র—"লোকে বলে পাপ কপি কদিন লুকার"—ভারতচন্দ্র। কাপ করিয়া পড়িয়া থাকা । ২ । কৌতুক ; বাজী : তামাসা : ঠাট্টা । ৩ । অসুবিধা ; difficulty. ৪ । ব্রাহ্মণের সমাজবন্ধনবিশেষ ; ভঙ্গকুলীন । [ দ্রঃ–কুলীন ব্রাহ্মণের মধ্যে বহু দোষাশিত ব্যক্তি এক সম্প্রদায়ভুক্ত হওয়ায় তাহারা কাপ' বা ‘কপট" নামে অভিহিত হন। ইহারা পরে কুলীন ওশ্রোত্রিয়ের মধ্যবৰ্ত্তী মাসন প্রাপ্ত হন।” —বিপ্রদাস মুখো ( শুভ বিবাহ ) ] । ৫ । বিণ, কপটাচারী ; ছলকারী ; কৌতুককারী : রাজীকর। প্র— “কেহ বলে ঐ এল শিব বুড়া কাপ । কেং বলে বুড়াটা খেলাও দেখি সাপ।" -857Ի5fai I ৬ । ধি, দ্বেষ ; হিংসা । প্র—“র্তাহার প্রতিবাসী হইয়াও আমাদের প্রতি কাপ করেন " ৭ । কলমের মুখ :নিৰ্ব, ; the nil, of a pen. কাপ (প, ) (সং—কল্প : বাং-কাপ ও বলে বি. কলম ; লেথনী। প্র—“মৃগমদ মসি নথ কাপ।" —বিদ্যাপতি । কাপটিক ( ) { কপট (শঠতা)+ইক সম্বন্ধার্থে—ইকণ, ] বিণ, কপটাচারী : কপট ব্যবহারী ; শঠ । কাপটিয়া, কাপটে ( সং—কাপচ ] বি, শঠ : ধূৰ্ত্ত : কপট । ২ । [সং— কৃপণ ] কৃপণ কিপটে । - কাপটী, কাপ টি (কাপ্ট) বি, খামটি ; कांभरप्ल पब्रl : नृज़्ठl ; पृक्लषां★१ । २ ।। কপট [ কাপড়ি দ্রঃ ] । কাপড় (কাপোড়) (সং-কপট (কাপাস জাঙ বলিয়া ? )=জীর্ণ মলিন বস্ত্রখণ্ড, "পটচ্চরং, জীর্ণবস্ত্ৰং সমে নক্তক কপটেী"— वभग्न । *ी-कभt51(श्ब्रिवg) ; ७फैिंকৰুটী (দীর্ঘছিন্নবস্ত্র) : ম:–কাপড় ; হি— কাপড়া (বস্ত্র) খি, বস্ত্র ; বসন। ত্রিঃ– পুং-বঙ্গে স্থানবিশেষে কাপড়ের সহচররূপে লেত বা লতা ( উচ্চারণভেদে ল্যাত, ন্যাত —"নৰ্ত্তকঃ" (অমর), ‘লত্তক ' (ভরত) শব্দ शरश्ठ श्। फूल-कोणफ्ना dाणफ्नो ] কাপড় চোপড় (ড়, ডু, ) { কাপড় (দ্রঃ) চোপড় (সহচর শব্দ, প্রভৃতি অর্থে তুল —হি—কাপড়-ওপড় । চোপড়–কাপড় অপেক্ষ ক্ষুদ্রার্থে—ঘথা চাদর । তুল—পূর্বৰঙ্গের স্থানৰিশেৰে ব্যবহৃত বস্ত্ৰাদি অর্থে কাপ কাপড় লেত ] ৰি, বস্ত্রাদি ; কাপড় ও জামা, চাদর প্রভৃতি ; পোষাক । কাপাড়কাচা-ৰত্নধৌত করা বা ধোয় । কাপড়পরা—বস্ত্রপরিধান করা : পোষাক পরিধান করা । কাপড় ছাড়া—এক বস্ত্র আগ করিয়া অস্ত বস্ত্র পরিধান করা। কাপড় ८छ्यांन-२छ ब्रत्र कब्र । कां°फु তোলা—যে ভিঞ্জ কাপড়রেীদ্রে বা হাওয়ায় শুকাইতে দেওয়া হইয়াছে তাহা যথা স্থানে উঠাইরা রাখা ; পরিহিত বস্ত্র উপরে আকর্ষণ বা গুটান। তোলা কাপড়—আট প্রহরীর বা আর্ট পৌরের বিপরীত ; যে কাপড় তোল থাকে কখন কখন আৰষ্ঠক মূও পরা হয় ; মূল্যবান পোষাকী কাপড়। আটপৌরে কাপড়–নিত্য পরিধানের বস্ত্র। বাসিকরা কাপড়-ভালরকম ধোয় ও স্ববাসিত কাপড় । গন্ধদ্রব্য দ্বারা মুবাসিত করিবার প্রথা এখনও আছে । কাচা ও ইস্ত্রী করা কাপড়। সাজ করা কাপড়— সদ্য কাচা বা ধোয় কাপড়। বাসি কাপড় —যে কাপড় পরিয়া রাত্রিবাস করা হইয়াছে । এড়া-কাপড়—উচ্ছিষ্ট-পৃষ্ট কাপড় ; সকড়ি ছোয় কাপড়। কাপড়-তে। করা, তুয় করা, কাপড়পাট করা— কাপড় ভাজ করা । ( অ, তো দ্র: ) । কাপড়ের জমি-টানা পড়েন ; বুনন। কাপড়ের খতি-কাপড়ের পাড়ের ঠিক নীচে যে জমির মধ্যে ডোরা বুনন থাকে। ময়লা কাপড়—পরিধেয় মলিন বস্ত্র । আধ-ময়লা কাপড়-ঘরে পর চলে এমন মলিন বস্ত্র। পাছা পেড়ে কাপড় —তিন-পাড়যুক্ত কাপড় ; সধবা স্ত্রীলোকের পরিধেয় সাড়ী যাহার দুই কিনারা ও মধ্যভাগে পাড় থাকে (তিন পেড়ে কাপড়ের ব্যবহার ক্রমে হ্রাস পাইতেছে)। থান-কাপড়— পাড়হীন বা কোন বর্ণের পাড়হীন বন্ধ পুরুষ ও বিধবাদিগের ব্যবহাৰ্য সাদা পাড়যুক্ত বা পাড়হীন কাপড়। কঁচা পাটের কাপড়— কোষ্ট পার্ট হইতে ; তুল–গাছপাট ] গরদ ; রেশমী কাপড়। পচা কাপড়-গলিত বস্ত্র। কাপড়ি, কাপড়ী { সং—কপট+ই= কপড়ি=কপালী ] ৰি, কাপালিঞ্চ সন্ন্যাসী ; বৌদ্ধ সন্ন্যাসী। প্র—“আজামুলম্বিত জটা কাপড়া সন্ন্যাসী-ঘটা অন্ন মাঙ্গে ফিরিয়া ৰাজার।”—কবিক। ২। ভুল-কাপটিয়া । ংক্ষেপে—কাপড়ি । ট=ড় ] কপট । কাপড়িয়া, কাপুড়ে (প, ) কোপড় দ্রঃ ৰিণ, বস্ত্রবিক্রেতা । কাপড়প্রিয়। প্র— কাপুড়ে বাৰু।