পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জল প্র—জলপানের নিমন্ত্রণ। জলপানি— শিক্ষানবীশের বৃত্তি : পরীক্ষোত্তীর্ণ উৎকৃষ্ট ছাত্রের পুরস্কার স্বরূপ বৃত্তি। জলযোগ— জলপান দ্রঃ । জলছবি—যে ছবি জলে এক কাগজ হইতে কাগজান্তরে UżİR TİR ; transfer picture. জলনালী —নর্দম। জল বিছাতি, বিছুটী— প্রহারার্থ জলে ভিজান বিছুটী গাছ । জল ভস্কা—বেলে মাটি বা বালী জলযুক্ত হইলে যেরূপ ভস্ভসূ করিয়া নাবিয়া যায় ও জল উঠিয়া পড়ে তক্রপ যে জিনিষ চাপ দিলে ঢোল থায় ও জল বাহির হইয় পড়ে। জলসার — যাহাঁতে কোন সারবস্তু নাই তাঁহাতে জলমাত্রই সার ; নিরুপায় স্থলে উপায়। জল শৌচ- গ্ৰা-জলছোঁচ ] মলত্যাগের পর জল দ্বারা মলদ্বার প্রক্ষালন । জলছত্ৰ—জল সত্র : তৃষ্ণাওঁ পথিকদিগকে জল খাওয়াইবার ব্যবস্থা । জলদোষ – কোষবৃদ্ধি রোগ । ২ । উদরী রোগ। জলপথ—জলের উপর দিয়া যাইবার পথ ; নদী পথ, সমুদ্র পথ ইত্যাদি। ডুবে ডুবে জল খাওয়াডুবিয়া জলপান করার মত অষ্ঠের অজ্ঞাতসারে কাৰ্য্য করা। জলে ফেলা—অপাত্রে দান করা । জলে যাওয়1– জল আনিতে যাওয়া ৷ ২ ৷ বৃপা কায্যে ব্যয় হইয়া যাওয়া । জলই, জলুই (জো) বি. গজাল : বড়প্রেক । জলকণ্টক (জলোকন ) (জল (জলজাত) কণ্টক ( কণ্টকী ফল ) ] বি, পানিফল । জলকর (ল ব্লু) । জলের কর (শুঞ্চ ) ৬তৎ ] বি, পুং, জমীর মধ্যে জলাশয়াদির রাজস্ব ৷ ২ ৷ জলাশয় প্রতিষ্ঠার জষ্ঠ গৃহীত রাজকর । ৩। জলাভূমি । ৪ । বিণ, জলোৎপাদক । জলকষ্ট ( জলোকফুট ) [ জল—কষ্ট, ৬ভৎ ] বি, জলাভাব জনিত ক্লেশ ; জলাভাব । জলকীক (ল ক্ ) [ জলের কাক—৬তৎ ] বি, পুং, পানিকেীউী পক্ষী । জলকুকুট (ল) । জলের কুকুট (মুরগী ) ৬তৎ ] বি, স্ত্রী, গাঙচিল । জলকুন্তল (ল) [ জলের কুন্তল (কেশ ) ৬তৎ ] বি, পুং, শৈবাল । জলক্রীড়া ( জলেতে ক্রীড়l, ৭তৎ ] বি, স্ত্রী, জলে সন্তরণাদি ক্রীড়া : জলকেলি । জলখেলা [ সং—জলকেলি ] ধি, জলক্রীড । প্র—“ভাসল তরি সকালবেলা, ভাবিলাম এ জলখেলা ৷”—বঙ্কিম । জলগণ্ড ( জলোগল্ড ) বি, জলাভূমি :

l swamp.

জলগণ্ডষ (জলেগেন্ড়্যু) ( জল–গওয] ৰি, জলপূর্ণ গণ্ডস্থ ; জলের অঞ্জলি। ৬২২ জন্তুগর্ভ (জলেীগৰ্ব্বত ) (জল-গর্ভে (মধ্যে ) যাহার, বই ] বি, জলপূর্ণ। স্ত্রী, জলগর্ভা— জলপূর্ণ। প্র—“হেমঝারি জলগৰ্ভ”-কবিক জলচর ( ) ( জলে—চর ( গমন করা )+অ (কৰ্ত্ত—অচ ৭তৎ ] বি৭, জলে চরে যে সকল জীব : জলবিহারী ৷ ২ ৷ বি, জলজন্তু । [ জল-চর*ইন (কর্তৃ—শিন)= জলচারিন ১ম, ১ব, উপপদ ] বিণ, জলে বিচরণকারী : জলচর । জলছত্র ( জলছত্র ) । সং—জলসত্ৰ ] বি, পথিকদিগের পিপাসা নিবারণার্থ প্রতিষ্ঠিত পানীয় জল রক্ষার স্থান । জলজ ( জলজ, ) ( জল-জ ( জন-জন্মান+ অ, কত্ত্ব—ড ) ন লোপ। যে জল হইতে জন্মে, উপপদ ] বি, ক্লী, পদ্ম ৷ ২ ৷ বিণ, জলোদ্ভব ; জলজাত ; জলীয় । জলজন্তু (জলজোন্তু ) ( জলস্থিও যে জন্তু, কৰ্ম্মধা । বি, পুং, জলচর জীব : animals. জলটুঙ্গি (জলটুঙি ) (জল-তুঙ্গী ] বি, জলমধ্যস্থ গৃহ । প্র—“ৰামভাগে দুর্গামেলা, তার কাছে নাঢ়শালা, সিংহদ্বার পূৰ্ব্বে জলাশয়। খিড়কি উত্তরভাগে, জলঢুঙ্গি তাঁর আগে, প্রতি বাড়ী কূপের সঞ্চয় ॥”—কবিক । জলডিম্ব ( জলডিম্বো ) [ জলে স্থিত যে ডিম্ব —কৰ্ম্মধা ] বি, পুং, শধুক ; শামুক । জলতরঙ্গ (লু) [ জল-তরঙ্গ, ৬তৎ ] জলের ঢেউ ৷ ২ ৷ বাদ্যযন্ত্রবিশেষ । ৩। বি, ঢেউখেলান চুড়ী বা মল। জলত্রী ( জলৎএl ) [ জল-ত্রা ( ত্রৈ=এাণ করা + অ ) কত্ত্ব-আপ, স্ত্রী ] বি, ছত্র : 커 || জলত্রাস ( জলৎত্রাশ, ) ( জল হইতে ত্রাস —৫তৎ ] বি, জলাতঙ্ক । জলদ ( ) { জল—দা ( দান করা ) + অ ( কৰ্ভূ-ক ) আ লোপ, উপপদ ] বি, পুং, যে জল দান করে ; মেঘ ; নীরদ ; বারিদ । প্র—“জলদপ্রতিম কণ্ঠে বুদ্ধ উত্তরিলা হয়েছি সমুদ্ধ আমি একক ”—অমিতাভ । ২ । মুস্তক । ৩। বিণ. জলদাতা, জলদানকারী। জলদকাল ( , ) (জলদের কাল-৬তৎ ] বি, পুং, যে সময় মেঘ সঞ্চয় হয় ; বর্ষাকাল । জলদাগম ( মূ) [ জলদের ( মেঘের ) আগম ( আগমন, উদয়) বহ] বি, পুং, যে-কালে মেঘে আকাশ আচ্ছন্ন থাকে ; বর্ষাকাল । জলদী (জোদি ) { হি—জলদ ] ক্রি, বিণ, শীঘ্র । জলদি দ্রঃ। জলদুর্গ [ জল মধ্যস্থিত বা বেষ্টিত যে দুর্গ— কৰ্ম্মধা ] বি, ক্লী, জলবেষ্টিত দুর্গ : গড়। জলদেবতা [ জল—দেবতা, ৬তৎ ] বি, জলের অধিষ্ঠাত্রী দেবতা ; বরণ । aquatic জল জলদোষ ( , ) [ জল-দোষ Jৰি, উদরী ; dropsy. R I Re : hydrocele. জলদ্রোণী ( জলদূদ্রোণী ) [ জলের ত্রোণী ( সেচনপাত্র ) ৬তৎ ] বি. স্ত্রী, জলসেচনী ; নৌকার জল তুলিয়া ফেলিবার সিউনী। ২। cgt81 l জলধর (র) { জল-ঘূ (ধারণ করা )+অ ( কৰ্ত্ত-অৰ্চ, ) যে জল ধারণ করে, উপপদ ] বি, পুং, বারিধর : বারিদ ; মেঘ। ২। সমুদ্র । ৩ । বিণ, জলধারক ; জলধারী । জলধরমালা (র) [ জলধরের ( মেঘের ) মালা ( শ্রেণী ) ৬তৎ ] বি, স্ত্রী, মেঘপুঞ্জ ; মেঘশ্রেণী ৷ ২ ৷ সংস্কৃত ছন্দোবিশেষ । জলধারা [ জল—ধারা ] বি, জলের প্রবাহ । ২ । বৃষ্টিধারা ; বারিধারা । জলধি (জ লোধি) [ জল—ধা (ধারণ করা ) + ই ( অধি—কি ) যাহাতে জল ধারণ করে, উপপদ ] বি, পুং, জলনিধি ; সমুদ্র ৷ ২ ৷ সাগর পরিমিত রাশি ; শত লক্ষকোট সংখ্যা । জলধিসূতা (জলোধিপ্ততা) বি, লক্ষ্মী। প্র—"দক্ষিণে জলধিস্থত বামে সরস্বতী”— কবিক । জলধিজ (জলোধিজ) [ জলধি—জন (জন্মান) +অ (কর্তৃ—ড ) ন লোপ, । যে জলধি হইতে জন্মে : উপপদ ] বি, পুং, সমুদ্রোস্তব। ২ । চন্দ্র। স্ত্রী, জলধিজী—বি, স্ত্রী, লক্ষ্মী ; সমুদ্র মন্থনকালে ইনি সমুদ্র হইতে উৎপন্ন হন। জলনকুল ( জলনোকুল ) { জলের নকুল ( বেজি ) ৬তৎ, কিম্বা জলস্থিত যে নকুল, কৰ্ম্মধা ] বি, পুং, জলমাঞ্জার ; ভোঁদড় । জলনালী, জলপ্রণালী ( জলের নালী বা প্রণালী, ৬তৎ ] বি, স্ত্রী, জল নির্গমনের পথ ; নর্দমা । জলনিধি ( লে' ) { জলের নিধি ( আশ্রয় ) ৬তৎ ] বি, পুং, বারিধি ; সমুদ্র । জলনিগম (ল, মূ) [ জলের নির্গম হয় যাহা হইতে—বং ] বি, পুং, জল বাহির হইবার পথ : জলনালী ; নর্দমা ৷ ২ ৷ [ জলের নিৰ্গম, ৬তৎ ] জলের বহির্গমন : জল নিঃসরণ । জলনিগমনী। জলের নির্গমন (বহির্নিঃসরণ) इग्न यांश श्ठ-द६ । श्रेश्व-शी ] वि. डी. জলনালী ; নর্দমা । জলনীলী { জল-নীল (নীলবর্ণ করা )+অ (কর্তৃ—অল সংজ্ঞার্থে) যে জলকে নীলবর্ণ করে—উপপদ । ঈপ-স্ত্রী ] বি, স্ত্রী, শৈবাল। জলন্ধর ( ) ( জল— (ধারণ করা ) +অ ( কৰ্ত্ত—খ) মূ আগম মূ=ন, যে জল ধারণ করে, উপপদ ] বি, পুং, অমুরবিশেষ ৷ ২ ৷ পৰ্ব্বত। ৩। তীর্থবিশেষ । জলপতি (পে]) [ জলের পতি, ৬৩২ ] ৰি, পুং জুলাধিপ ; বরুণদেব । ২ । সরিৎপতি ; সমুদ্র ।