পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুল্য কুল্য ( কুল্লা) [ সং। কুলাল্লা কৃত্রিম সরিৎ”—অমর | বি, স্ত্রী, কৃত্রিম ক্ষুদ্ৰনদী : canal. R | কাটান ছোট নদী ; থাল : ক্ষুদ্র নদী মাত্র। ৩। গড়খাই। ৪ । জলনির্গম পথ : পয়ঃপ্রণালী : নর্দমা। [হি । কুলকুচা দ্রঃ । ] বি, কুলকুচ' : gargle. কুলুই কাকরের সহচর শব্দ বোধ হয় কুলের মত গোল যে কাকর ] বি, কঙ্কর ; ক্ষুদ্র গোলাকৃতি কাকর। কুল্লক (ক) বি. পুং, মৰ্থমুক্তাবলীর টাকা কারক, থ্যাতনামা পণ্ডিত : দিবাকর ভট্টের পুত্র কুলক ভট্ট। কুলে [ কুল দ্রঃ ] ক্রিবিণ, সমুদ্বয়ে : সৰ্ব্বতোভাবে ; মোটে । ২ । কেবল : মাত্র । কুল্লোল (ল) [ কুলী, কুলকুচ দ্র: ] বি, কুলকুচ৷ ৷ প্ৰ—“কারে ছুরে কারো অঙ্গে কুল্লোল প্রদান”—চৈতন্যভাগবত । "কেহ বলে মোর মুখে দিলেক কুল্লোল”—ঐ । কুশ (পূ) [ কু ( পৃথিবী )—শী (শয়ন করা ) +অ ( কত্ত্ব-সংজ্ঞার্থে ড) যজ্ঞাদি কৰ্ম্মকালে যাহারা মাটিতে অবস্থান করে ] বি, পুং-ল্লী, তুশবিশেষ ; poa cynosuroide ficial grass, se ga etal islf, rr ভূমিতে আস্তরণ করিতে হয় এবং শ্রাদ্ধাদি ক্রিয়ার ব্যবহৃত হয়। প্র-কুশাসন ; কুশপুতুল ; কুশবটু ৷ ২ ৷ কুশদ্বীপ। ৩। পুং, রামের জ্যেষ্ঠপুত্র ; লবের দাদা । ৪ । [ কুশ (যোগ করা ) + অ ( কৰ্ত্ত—আহ্‌ ) যে পরম্পর যোগ করিয়া দেয় ] যোত-দড়ি। ৫ । অস্ত্রবিশেষ ! অঙ্কুশ । প্র—"পরিধান দ্বীপিচৰ্ম্ম নিরস্তর জপকৰ্ম্ম দুই করে কুশ স্বশোভন ।”-কবিক। স্ত্রী, কুশা—রজু : লাগাম। (২) স্ত্রী, কুশী—লাঙ্গলের ফাল । কুশণ্ডিকা (কুশোডিক ) (বাং প্রাকৃ— কুম্বনডিঙ্গে, কুহমডিঙে কুশ+অও (কৰ্ত্ত— অও, )=কুশও+ক (সংজ্ঞার্থে) আপ স্ত্রী, অ=ই ] বি, স্ত্রী, বিবাহাদিকালে বিহিত হোম ; বৈদিক অগ্নিসংস্কার ( বাচস্পত্য ) ; বিবাহের পর ( প্রথম দশ দিনের মধ্যে যে কোন দিন, সাধারণত: পর দিন প্রাতে ) অমুষ্ঠিত যজ্ঞবিশেষ । ইহাতে বর কস্তাকে সম্বোধন করিয়া বলেন— "আমি তোমার ভরণ পোষণ এবং ঐহিক পারত্রিক মঙ্গলের ভার গ্রহণ করিলাম।" বধু স্বামীকে বলেন—“আমি পতি ও পতিকুলের হিতৈষিণী হইয়া সকল কাৰ্য্য করিব" ইত্যাদি । কুশধারা ( ) বি. স্ত্রী, নদীবিশেষ। কুশধ্বজ (কুশোধ ধজ, ) বি. পুং, হ্রস্বরোমার পুত্র, জনকরাজার কনিষ্ঠ ভ্রাতা, সীতার Տ:ՆCr1 8ՀՀ পিতৃব্য এবং মাওবী ও শ্ৰুতকীৰ্ত্তির পিতা । ২ । বেদবতীর পিতা জনৈক খৰি ৷ প্ৰ— "কুশধ্বজ পিতা আমার পিতামহ বৃহস্পতি। কুশধ্বজের কন্যা আমি নাম বেদবতী ॥”— রামায়ণ ( গুপ্তপ্রেস ) । কুশনাভ (ভ,) বি, পুং, রাজৰ্ষি কুশের পুত্র। প্র—“মহোদয়নামে পুর অতি মনোহর, স্থাপিল ধৰ্ম্মাত্মা কুশনাভ বীরবর।”—রামায়ণ (রাজ) । কুশপত্ৰক ( ) { সং। কুশ-পত্ৰক – কুশের তীক্ষণুখ সক পত্র সদৃশ বলিয় ] ৰি, ফোঁড়া অস্ত্র করিবার অস্ত্রবিশেষ । কুশপুত্তলি, কুশপুত্তলিক (ত্তো) বি, কুশনিৰ্ম্মিত পুত্তলিকা : কোন মৃত ব্যক্তির উদ্দেশে নিৰ্ম্মিত তাহার স্বরূপ বা স্থলাভিষিক্ত কুশনিৰ্ম্মিত নরনারী। প্র—“অনিশ্চিত মৃত্যু তব সরলাসুন্দরী কুশপুত্তলিকা প্রাণে তাই দাহ করি।”—ফুলরেণু। কুশপেয়ে [ কুশ–প *ইয়—কুশের মত বক্র ও সরু পদবিশিষ্ট ] বিণ, বিকৃতপদ । কুশপ্লব, কুশপ্লবন ( প্লোবো, প্লোবন ) সং ] বি. প্লী, ভারতের পূর্বাংশে অবস্থিত তপোবন। এখানে দিতি তপস্তা করিয়া পতি কণ্ঠপ হইতে মর্যগণকে পুত্ররূপে প্রাপ্ত হন। পূর্বে এই স্থানের সন্নিকটে বিশাল নামে রাজ্য छ्लि । কুশবটু (বো ) । কুশ+বটু (ব্রাহ্মণকুমার) শ্ৰাদ্ধকালে ব্যবহৃত ] বি, কুশ বা দভময় ব্রাহ্মণ। প্র—"তিল তুলসী গঙ্গাজল, কুশবটু রপ্তাফল, যব দুৰ্ব্বা কুহুম চন্দন। ধূপ দীপ ঘৃত দধি, আয়োজন নানা বিধি, শ্রাদ্ধ করে বেশের নন্দন ॥”—কবিক । কুশমুদ্রা, মুদ্রিক সং ] কি কুশের অজুরী। কুশর ( র) [ কু ( কুৎসিত ) যে শর ( বাণ) কৰ্ম্মধা ] বি, পুং, কুৎসিত বাণ। ২। শরসদৃশ তীক্ষমূখ তৃণবিশেষ। ৩। ইক্ষু ; আক। প্র—"মুলার ভূই তুলা কুশরের ভূই ধূলা ৷” —( খনা ) উত্তর বঙ্গে লাল ইক্ষু বুঝাইতে "কুশর,” সাধাঁ ইক্ষু বুঝাইতে "কুশুই" শব্দ ব্যবহৃত হয় । কুশল (ল্) (সং । কুশ+অল ( কৰ্ত্ত—কলন)] বি. ক্লী, মঙ্গল ; কল্যাণ । ২। শক্তি : সামৰ্থ । ৩। মোক্ষ। ৪ । ধৰ্ম্ম ও পুণ্য । ৫ । নিরাপদ। প্র—র্তাহারা সকলে কুশলে আছেন । ৬ । বিণ, কুশলী ; কুশলঘুক্ত । ৭ । নিপুণ ; দক্ষ । প্র—রণকুশল । ৮ । সমর্থ। স্ত্রী, কুশল । কুশলী (শো) { কুশল+ইন ( অস্ত্যর্থে)=কু শলিন ১ম, ১ৰ ] ৰিপ, মঙ্গলময় : কল্যাণবিশিষ্ট ; ক্ষেমবান ; কুশল্যুক্ত। • কুশ কুশস্তম্ব (কুশোস্তম্বৰ) (কুশের—স্তৰ(ঝাড়, গুচ্ছ ] বি, পুং, কুশপুঞ্জ ; কুশ ভূণের গুচ্ছ ; কুশের থোপা । কুশস্থল (কুশস্থল) [কুশ দ্বারা আবৃত, স্থল ( স্থান ) ৩ তৎ ] বি. ক্লী, কান্তকুজ দেশ বা কনোজ। স্ত্রী, কুশস্থলী-দ্বারকাপুী:আনৰ্ত্তের রাজধানী। ২। রাজা কুশ কর্তৃক স্থাপিত নগরীবিশেষ । কুশকর (র) [ কুশ (তৃণবিশেষ ) হইয়াছে আকর ( খনি, উৎপত্তি স্থান ) যাহার, বহু ] কুশের আগুনে যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয় বলিয় ] বি, পুং, যজ্ঞাগ্নি । কুশাক্ষ (কুশাখ ) কুশ (কুশ সদৃশ) অক্ষি ( চক্ষু: ) যাহার, বহ ] বি, পুং, বানর। কুশীগ্র (কুশাগগ্রো) কুশের অগ্র, ৬তৎ Jৰি, ক্লী, কুশতৃণের অগ্রভাগ । ৩। কুরুক্ষেত্রাধীশ্বর ২ । বিণ, অতিসূক্ষ্ম : তীক্ষ। প্র-কুশাগ্র বুদ্ধি। কুশাগ্রবুদ্ধি (কুশাগুগ্রোবুধি ) ( কুশের অগ্রভাগের স্তায় স্বগ হইয়াছে বুদ্ধি যাহার, বহ ] বিণ, স্বল্পবুদ্ধি। কুশীগ্রীয় ( কুশাও) [ কুশাগ্র+ঈয় (সাদৃষ্ঠার্থে) ] বিণ, কুশতৃণের অগ্রভাগের স্থায় তীক্ষ ; অতি সুগা । কুশাঙ্কুর (র) { কুশ-অঙ্কুর] বি, কুশতৃণের নবজাত তীক্রমুখ পত্র। কুশাবর্তী (বোতি) [ কুশ (রাজ' )+বতু, অস্ত্যর্থে=কুশাবৎ+ঈপ, স্ত্রী) বি. স্ত্রী, মহারাজ কুশের রাজধানী ; কুশস্থলীর নামান্তর । কুশাবৰ্ত্ত (কুশাবতে ) ( সং] বি. পুং, হরিস্বারের তীর্থবিশেষ ৷ ২ ৷ খৰি-বিশেষ । কুশাস্ব (কুশাম্ব) [সং] কি কুশের পুত্র ও কুশনাভের ভ্রাতা : ইহার স্থাপিত পুরী কৌশাম্বী ৷ ২ ৷ কুশাগ্রের পিতৃব্য ও বৃহদ্রথের ভ্রাতা । কুশারণি (—রোনি) [ কুশ (জল) হইয়াছে অরণি (অ্যুৎপাদক কাঠ) তুল্য যাহার, বং। অর্থাৎ অভিশাপ প্রদানার্থ সজল কুশ উত্তোলন করিলে যাহার হস্তে জল অরণি তুল্য অনলোৎপাদক হইত] বি, পুং, দুৰ্ব্বাস মুনি । কুশাশ্ব (কুশশুশো ) (বি, কুশাম্বের নামান্তর। ২ । কুশাগ্রের পিতৃব্য ও বৃহদ্রথের ভ্রাতা । কুশাসন (—শন) [ কুশের আসন ( বসিবার স্থান ) ও তৎ ] বি, ক্লী, কুশপত্র রচিত আসন। কুশাসন ( কুশাশোন) [ কু ( কুৎসিত) যে শাসন ( কৰ্ম্মধা ) ] বি, কদৰ্য্য শাসন , স্বেরূপ শাসন করিতে নাই ; প্রজাপীড়ন ৷ ২ ৷ [ কুৎসিত হইয়াছে শাসন যাহার, বং ] বিণ. কুশাসক। কুশাস্তরণ (কুশাস্তরন) [কুশের আস্তরণ, ৬ তৎ, কিম্বা কুশ দ্বারা আস্তরণ, ৩ তৎ ] ৰি,