পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৬০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ििक्कै চিটি, চিঠী (হি-চিট্টা ; চিী (দ্রঃ)]বি লিপি ; পত্র ; পত্রিকা ; পত্রী। হাত-চিঠি —হাত চিন্ত দ্রঃ। উকীলের চিঠি— উকীলের হাতের চিঠি ; নালিশ করিবার ভয়প্রদর্শক পত্র। চিঠি চাপাটি– হি] চিঠিপত্র। চিটেগুড় (ড়,) [ চিটে (দ্র:) গুড় ] বি, কোতরা গুড় ; কাল চটচটে ঘনরস গুড় । প্র—“চিটে গুড় ছিটে দিয়ে পিটে থান কসে ।”—ঈশ্বর গুপ্ত। চিট্যাফটা (প্রা-বাং। গ্ৰা ] বিণ, ছিটা ফোটা : অতি অল্পমাত্র। প্র—"চিট্যাফটা দেখ দূত গলাম তুলসী।”—শুন্তপুরাণ । চিঠ। [ হি–চিট্ট। ক্ষুদ্রার্থে চিঠি। গ্রা— চিটা ] বি, লিপি ; পত্র। ২। ফর্দ : তালিক । ,৩। জমিদারী সংক্রান্ত হিসাবপত্র : খসড়া ; যে কাগজে জমির পরিমাণ বিস্তৃত ভাবে লেখা থাকে। প্র— “জমিদারী কাগজ কখন দৃষ্টি করেন নাই, কাহাকে বলে চিঠা, কাহাকে বলে গোসোয়ার ”—টেকচাদ । হাতচিঠা— দ্রব্যসামগ্ৰী পাঠাইবার জন্ত যাহার প্রয়োজন তাহার স্বাক্ষর (হাতের সহি ) মুক্ত আদেশ পত্র । চিড় (ড়) শব্দাত্মক বিদারণ শব্দ হইতে] বি, কাষ্ঠাদি বিদারণ শব্দ। ২। বিদারণ চিহ্ন ; काः ।। ७ । [ श्-िछिप्ल5िछन्=थग्न ] वि, थग्न ৰাচড়া রৌদ্র । প্র—“সহসা ক্ষেত্রোপরি রেখার স্বরূপ চিড় দর্শন" [ অপ্র ] । ৪ । ক্রোধ ৷ ৫ ৷ সুগন্ধ দেবদার জাতীয় গাছ। ইহার বন্ধলযুক্ত শাখাদি জ্বালাইলে বকল চিড় চিড়, শব্দে ফাটিয়া ছটুকাইতে থাকে। ক্রি, চিড়ান। চিড় খাওয়া—ফাট ধরা । চিড়াচড় (ড়, ডু) চিড় +চিড় ( আধিক্যার্থে —ৰিত্ব ] বিদারণ শব্দ । ২ । ফোড়া প্রভূতি ফাটবার অগ্রণী । ৩ । গায়ের চামড়া শুষ্ক হইয়া ফাটিবার ক্লেশকর অনুভূতি। প্র—গ চিড়াচড় করা। বিণ, চিড়াচড়া, চিড়চিড়ে—দ্রুত উচ্চারণে—চিচ্চিড়ে। ক্রি, চিড় চিড়ান (নে) ।ৰি, চিড়াচড়ানি, চিড়াচড় নি। চিড় চিড় অপেক্ষা প্রবল অর্থে "চড়চড়" এবং অপেক্ষাকৃত মৃদু অর্থে "ಥ್ರ' ! চিড়চেড়ে (ড় ) বি, অপামার্গ বৃক্ষ : আপাং গাছ । চিড়বিড় (ড়, ড়, ) { চিড় (এ: )—বিড় ( ব্যাপ্তি, অর্থে)] অ, চতুদিক বেড়িয়া চিড়াচড় করা। ক্রি, চিড়বিড়ান।ৰিণ, চিড়বিড়া । ® ግ8 চিড়বিড়ে। গা চিড় বিড় করাসৰ্ব্বাঙ্গে শুষ্ক চৰ্ম্ম বিদায়ণের কষ্ট বোধ হওয়া । ২ । তীব্রভাবে গা কুট কুট করা। প্র—ঘামাচিতে গা চিড়বিড় করে। চিড়বিড়াইয়া ধরা —চিড়চিড়া যন্ত্রণ ( অঙ্গ ) আক্রমণ করা । চিড়া, চিড়া [সং—চিপিটক। হি—চুড়া । বাং-গ্ৰা—চিড়ে ] বি, চিপিটক। প্র—“পুণ্য পদাঘাতে তার টেকি স্বর্গে উঠে। সরলা গৃহস্থ বধু আই চিড়া কুটে।”—গোবিন্দদাস । চিড়া কোটা-ভিজে ধান গরম থোটি অল্প অল্প ভাজিতে ভাজিতে টেকিতে কুটিয়া চেপ্টা করা। চিড়া ভাজ-ভূষ্ট চিড় চিড়া মুড়কি-চিড়ায় মুড়কি মিশ্ৰিত জলপান । চিড়ান (নো ) [ চিড় (দ্রঃ)+আন (ক্রিয়ায়)] ক্রি, বিদীর্ণ হওয়া ; ফাটা : ফাক হওয়া । চড়িক ) বি, ক্ষতস্থান বা বাতাদি আক্রান্ত স্থানের ভিতর হুচ ফুটাইবার মত যন্ত্ৰণ । চিড়িক মারা-হুচ ফুটাইবার মত যন্ত্রণা C府3 || চিড়িতন (তোন ) { হি-চিড়িয়া =পার্থী ] ৰি, পাখী উড়িবার মত চিত্র ফোটমুক্ত তাস । চিড়িমার (র) [ হি—চিড়িয়া-চিডি =পার্থী +মার ( যে মারে—শিকারী ) ] বি, পার্থীমারা । বাঙ্গালার সৰ্ব্বত্র ব্যবহৃত হয় না । চিড়িয়া । হি—চিড়িয়া-পক্ষী ] বি, পক্ষী। প্ৰ—“না, চিড়িয়া নাচিবে না, তুই এখন তোর গল্প বল।”—চন্দ্রশেখর । চিড়িয়াখানা —vis"stol the zoo. চিৎ [চিত ( বোধ করা)+ক্ষিপ ( ভাবে ) ] বি, জ্ঞান : চৈতন্ত । প্র—সৎচিৎ আনন্দ । ২। আকাশের দিকে মুখ ও ধরার দিকে পিঠ রাখিয়া শয়ন ; উত্তান-শয়ন ৷ ৩ ৷ মল্লযুদ্ধে উত্তান-শয়ন পরাজয়ের চিহ্ন ; পরাজয় । ৪ । চিত্ত ; মন বিণ, চিৎ করিয়া শায়িত ; পরাজিত। প্র“তোমার শক্রর রণক্ষেত্রে চিৎ।"—বঙ্কিম (লোকরহস্ত)। চিৎ করা-দ্বস্বযুদ্ধে মাটিতে চিৎ করিয়া ফেলিয়া বুকে চাপিয়া বসা ; হারাইয়া দেওয়া। চিৎ উপুড়-কড়ি খেলায়। প্র-চার চিৎ চর্ক, পাচ চিৎ পাঞ্জা । এক চিৎ তিন উপুড়। চিৎপটাং [ গ্ৰা ] অ, চিৎ হইয়া পতন। চিৎপাত -বি, চিৎ হইয়া পতন । প্র- “আমি অমনি ধপাস করিয়া চিৎপাত হইয়া পড়িয়া যাইব ।” -वकिभ (cणांकब्रश्छ) । চিত [চি ( চরণ করা)+ত ( কৰ্ম্মে—জ)] वि१, यांश फ्रक्रम कब्र श्ब्रांप्इ ; कृठक्रग्नन । চিত ২ । সঞ্চিত। ৩। রচিত । খচিত । চিত [চিত্ত শব্দের কোমলক্কপ পদ্যে ও সঙ্গীতে ] বি, চিত্ত ; মন । প্র-অবিচলকুল রমণী সকল শুনিয়া হরুস চিত।” – চণ্ডীদাস। "সদাই আগুন জ্বলছে চিতে" - গান । চিতল (লু) । গ্রা-চোতাল সং—চিত্রফল ] फ्लट्टे (म९-फ़िजक्ल ) छांउँौग्न किङ क्लश् অপেক্ষ বৃহদাকার মৎস্তবিশেষ ; চ্যাপট দেহু চওড়া পেট প্রসিদ্ধ মৎস্ত ; notopteris chitala. চিতা [সং—চিত।=চুল্লী ( মেদিনী) তাহা হইতে শ্মশানের চুল্লী গ্রা, চিতে ] বি, স্ত্রী, চুল্লী ; শ্মশানের অগ্নিকুণ্ড। ২। শৰদাহস্থান ; শ্মশান। প্র—“চিতাভস্ম চারি ভিতে”–গান ৷ ৩। চিতাগ্নি। প্র—“আর কোন সাধ নাই মা চিতে, দিবানিশি জ্বলচে চিতে"-গান । চিতা সাজান-শবদাহের জন্ত শ্মশানে কুণ্ড খনন করিয়৷ তদুপরি কাঠাদি দাহ দ্রব্য স্থাপন করা ; মৃতদেহ ভস্মীভূত করিবার জন্ত চুল্লী প্রস্তুত করা। রাবণের চিতা— রাবণের চিতা নিৰ্ব্বাণ প্রাপ্ত হইবে না এই পুরাণ-প্রসিদ্ধি হইতে যে ক্ৰোধ, শোক, হিংসা জনিত অস্তদাহের শাস্তি নাই ; চিরস্থায়ী মনের জ্বালা । চিতা [সং—চিত্রক । ওড়ি, হি-চিতা, ম-চিত্রকু বি, প্রসিদ্ধ বিষাক্ত বৃক্ষ : চিত্রক বৃক্ষ ; রঙিচিতে ; plumbago zeylanica. শ্বেতচিতা ( ওড়ি—ধুৰ চিতা ) ও রক্তচিত ভেদে ইহা দুই প্রকার। ২। অগ্নিমস্থ বৃক্ষ ; গণিয়ারী গাছ। ৩। [ হি—চিত্তি। চিৎ, খাড়া ] কাপড়ে যে কাল কাল দাগ পড়ে ; মসে (মসী) ধরিবার দাগ ; গাছের পাতায় বা গাছের গায়ে স্বাক্ষা শেওলা বা ছাতা পড়া দাগ : মানুষের গায়ে কাল কাল দাগ পড়িলে মাচিত বা মেচেতা বলে । ৪ । [ চিতার মত কাল গোল ছাপ সৰ্ব্বাঙ্গে আছে বলিয়া ] চিতা বাঘ । ৫। গোল গোল কাল ছাপ বিশিষ্ট সপ ; চিতে বা চিতী সাপ । চিতাকাটা—ক্রি, ছেলে পুলে রোগ হইলে চিতার পাতা ৰাটিয়া তাহার পৃষ্ঠে ও বক্ষে দাগ দেওয়া ; ছড়ি দেওয়া ( দ্র: ) । চিতান, চিতেন (ন) [ চিৎ, চিত্তান (নে) দ্রঃ । লক্ষণায় উচ্চ ব| চড়া সুরে যাহা গাওয়া যায় ] বি, গানে মহড়ার পর যে অংশ গলা ছাড়িয়া গাহিতে হয়। চিতান (মে' ) [ চিৎ—(জ্ঞান)+আন (সম্পাদনার্থে) গ্রা, চিয়ান ] ক্রি, চৈতষ্ঠ সম্পাদন করা। ২। জাগান ; জাগরিত করা । ৩ । চিৎ হওয়া ; মাখ। পিছনে অল্প ঝুঁকাইয়া, বুদ্ধ ৪ । জড়িত ;