পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्लिल ছিল| [সং-চুলি । ( প্রা ) ] বি, জ্যা : মৌলবী : শিঞ্জিনী : ধনুকের গুণ ৷ ২ ৷ বস্ত্রাদির প্রান্তভাগস্থ স্বত্র ; কাপড়ের প্রাস্তভাগের দৃশী । - ছিলিম ( ) { ফা-চিলম্] বি, কলিকা ; কন্ধে । প্র – “একছিলিম অন্ততঃ ভোরে উঠেই চাই" - রজনী সেন । _ ছিলিমচি [ ফা-চিলিস্ট ] বি, হকার যে অংশে কঙ্গে বসাইতে হয়। ২। হাত ধুইবার ঢাকনিদার ধাতুপাত্র। ছিঃি (ছিলটি) [সং-হষ্টি। প্রা-বাং। আধু বাং-মেয়েলী ] বি, স্বষ্টি । প্র – “নহি ছিষ্টি ছিল, আর নহি মুর নর।”-শূন্তপুরাণ । ছিঃিছাড়া — স্বষ্টিছাড়া : পৃষ্টির অতীত । ২ । যাহা দেখি৩ে বা শুনিতে পাওয়া যায় না। ছিঙিছাড়া কথা-যে কথা কখনও কোপায়ও ওঁনা যায় নাই বা যায় না । ছিহথ ( ছিহৎগ ) [ প্রা-বাং ] বি, শ্ৰীহস্ত । প্র- পুনরপি গোসাঞি ছি২থ বুলাইল"শূন্তপুরাণ [ অ-প্র ] । ছুআ, ছুয়া, ছোয়া নং-চুপ ( স্পশ করা ) । গ্রা–ছু আ, ছুয়া, ছোয় ] ক্রি, স্পশ করা : গায়ে ২t৩ ঠেকা । প্র – ছেলেদের সংক্রামক রোগে আক্রাপ্ত ব্যক্তিকে ছুইতে দিতে নাই। "চুওনা চুওন ওটি লজ্জাবতীলতা”—হেম বণ্যে ৷ ২ ৷ লাগাল : পৌছন। প্র- এত উচ্চে আছে যে তাঁহা ছুয়া যায় না । ৩ । আমল : অধিকার ; সুযোগ। প্র - সে অনেক দিন থেকেই সাবধান হয়েছে আর বড় ছোয় দিতেছে না । ণিজন্তু, ছুয়ান । অস-rি, ছুইতে । শিঙ্গু, ছুয়াইতে । ছুইয়া । ণিজন্ত, ছুয়াইয়া । প্রাদে উচ্চারণে, ছুয়া ( পশ্চিম বঙ্গে—ছু য়ে )—ম্পশ করিয়া । প্র—“পক্ষে ছুয়্যা লয় ডিঙ্গা”—কবিক । ছু আছু ই-পরম্পর গাত্র স্পর্শ করণ। ২। একে ওকে ছুইয়া ফেলা ৷ ছু অলেপ ( সাধাঃ—নেপ' ) — যাহা স্পর্শ করা উচিত নয় তাং স্পশ করা ও তাই মাথাইয়| C78|| || ছুই আ দ্র: কি, স্পণ করে। ছুইছুই – ছোয়ার বিচার ৷ ২ ৷ এই চুলে এই ছু লে এইরূপ ভয় বা সঙ্কোচ ভাবে। পাছে ছু ইয়া অশুচি করিয়া ফেলে তাই সতর্ক ভাব । ছু চ (চ, ) (সং-হচি। বাং—হচও বলে ] বি. হাই : স্বচী : সীবনী । ছুচ, ছুঁচা, ছুছা (চুচে [সং-ছুছুপরী (স্ত্রী ) গ্র-ছাঁচে । বি, পুং, গন্ধমূধিক। ২ । গালি । প্র-পাঁজি : ছাঁচে । ৩। অতি নীচ । স্ত্রী ছুচী-ছুছুন্দরী। বাহিরে وان o والا কেঁচার পত্তন ভিতরে ছুচোর কোত্তন—কোচ দ্রঃ । ছুচলো, ছুঁচাল, ছুচোলো (চো) [ দুচ (স্বচি )+আল ] বিণ, সূচীর মত : কাটাকাটা : অগ্রভাগ সুচীর স্থায় তীক্ষ । প্র“দাড়ি হবে সোজা ছুচলে, কটু এবং খাটো" — দ্বিজেন্দ্র রায় । ছুচিবাই [সং-শুচি বায়ু বাতিক ] বি, অশুচি হুইবার ভয়ে সৰ্ব্বদা যে শঙ্কিত : যে সৰ্ব্বদা ছুইছুই করে । শুচি গুচি করিয়া এবং অঙ্গগুদ্ধি লইয়া যে বায়ুরোগগ্ৰস্ত। বিণ. ছুচিবেয়ে (বাইয়া) । ছুড়ন, ছোড়ন (—ড়েনি) [ ছুড়া দ্র: ] বি, ক্ষেপণ । ক্রি, ছুড়া : ছোড়া । ছুড়া, ছোড়া হি–ছুড়ন, ছোড়ান। সং —ক্ষেপণ (ক্ষিপ ধাতু ) ছুটুনা | ফ্রি, ক্ষেপণ করা : নিক্ষেপ করা : দূরে ফেলিয়া দেওয়া : এড়া। প্র—টিল ছোড়া। ছোড়া ছুড়ি-পরম্পরের প্রতি নিক্ষেপ। তুবড়ী ছোড়া, বাজী ছোড়া—তুবড়ীতে আগুন দেওয়া : বাজী পোড়ান। হাত ছোড়া, পা ছোড়া—হাত পা বেগে ছড়ান অঙ্গ প্রত্যঙ্গ বিক্ষেপ করা ছট্‌ফট্‌ করা : হাত প| ৩াছড়ান। প্র—সে জ্বরের ধমকে হাত পা ছুড়িতেছে । টিলটি ছড়িলে পাটকেলটি খাইতে হয়—মারিলেই মার থাইতে হয় : যেমন ব্যবহার করা যায় তেমনি <jw8f3 oligo!] *[f. : tit foi tat. છું છો ! મા-ફમહીં । ફિ–cણી હરક્ષા રા সহানুভূতি অর্থে ] বি, স্ত্রী, নবযুবতী : বালিকা : কিশোরী। প্র—“রন্ধন করি৩ে চুঙী আনিবে থাকার”—কবিক । পুং, ছোড়া । ওঠ ছুড়ী তোর বিয়ে—বিবাহের জন্য যে সম্পূর্ণ অপ্রস্তুত তাঁহাকে হঠাৎ বিবাহে আহান যেমন, তেমণি প্রস্তুত না হইয়া কোণ কাজ করি৩ে বলা ( বৃথা অর্থে ) । ছুত, ছুৎ (ত্) [ ছুৎ প্রঃ, ছুআ দ্রঃ বি, স্পর্শ । ২ । স্পশদোষ অশৌচ । প্র— ছুত যাওয়া । ৩। খুঁত : ক্রটি । ছুকরী। ংি–ছুকরী, ছোঞ্চরী, ছোরা। ছুড়ী । দ্রঃ । অবজ্ঞার্থে ] বি, স্ত্রী, কিশোর ; বালিকা : নবযুবতী । পুং, ছোকরা । ছুছুন্দরী ( ছুছুনদোরি ) { ছুছু ( অব্যক্ত শব্দ) দ (বিদারণ করা ) + অ (কর্তৃ—থ) সংজ্ঞার্থে শব্দ করত যাহারা মৃত্তিক বিদারণ করে ] বি, স্ত্রী, গন্ধমূধিক ; চুচা । [ দ্রঃবাং-য় পুংলিঙ্গে 'ছুছুন্দর’ শব্দ গঠন করিয়া কেহ কেহ ব্যবহার করেন ] छूप्ले छूछे (है) [ हो जः ] रि, शं; ; कéन : কাতরান : অতিরিক্ত অংশ। প্র—ছুট বাদ যাওয়া । ছুট (ট) [ জটা-ছোট (দড়ি) ছোট, ফুটি গ্রঃ। তুল—ছি—চুটী ] বি, চুল বাধিবার দড়ী। প্র—“একপণ ছুট করেছি কিন্তু মুটোর ভিতর থাকবে"—নীলদর্পণ । ছুট (ই) [ ছোট দ্রঃ বি, পরিধেয় বস্ত্র : ধুতি ; উড়ানি। একছুট—একবস্ত্র : ধুতিমাত্র। দুছুট—ধুতি উড়ানি । ছুট (ট) [ সং—ছটা—ছটা যেমন কেন্দ্র হইতে বাহির হয়। হি–ছুটুনা ] বি, দৌড় ; ধাবন । প্র—ছুট দেওয়া ; এক ছুটে বাড়ী পৌছন । ২ । ছড়ি ; মুক্তি ৷ ৩ ৷ অবসর ; ছুটি । ৪ । বি৭. আলগা ; অসংলগ্ন । প্র—ছুট কথা । ৫ । ছাপায় ছাড় রূপ দোষবিশেষ ; রচনার অংশবিশেষ ভুলক্রমে ছাপা না হইলে বাক্যের মধ্যে পৃষ্ঠার মধ্যে বা ছাপার কাগজের এক পৃষ্ঠার সঙ্গে অপর পৃষ্ঠার মিল না থাকার নাম চুট বা ছুট ছাপা। ছুট দেওয়া, ছুট মারা–চোটা : ছুটে যাওয়া ৷ ২ ৷ দৌড়িয়া পালান। ছুটকরান—দৌড় করান : দৌড়ায়ন ; দোঁড়িতে ধাঁধ্য করা ; কাহার পশ্চাদ্ধাবন করিতে পাঠান । ক্রি, ছুটী । মুখছুট—মুখ দিয়া যা ৩া কথা বাহির হওয়া : গালাগালি দিতে বা লোককে শক্ত কথা শুনাইতে যাহার মুথে বাধে না । ছুটক, ছুটুকী, ছুটুকে (ছুইকো, ছুটুকী) [ছুট দ্রঃ) বিণ. উটুক ; বাহিবের। ২। পথভ্রষ্ট ও রূচিৎ আগত : বিক্ষিপ্ত : দল ছাড । প্রছুটুকী মানুষ। ২। পলাওক । ছুটকে। ছটুকী—ইতস্তত: বিক্ষিপ্ত ; যাহা গণনার মধ্যে না আসিয়া ছট্‌কিয়া পড়িয়াছে। ছুটকা (টু ) ছোট-কী (তুচ্ছার্থে থার্থে, স্ত্রীলিঙ্গে ) । হি—ছোটুকী । দ্রুত উচ্চারণে ছুটু ] ধি, স্ত্রী, ছোট বউ । ছুটন ( ছুটোন ) ( ছুট দ্রঃ বি, দৌড়ন । দ্রুত গমন । ২ । পলায়ন । ৩। মুক্তি ; খালাস । ছুটা, ছোট। I ছুট দ্রঃ । হি-ছুটুনা। উ-পু —ছুটি । ম-পু— ছুট, ছোট (সমানে) : ছুটুণ (সন্ত্রমে)। প্র-পু-ছুটে, ছোটে ( সমানে, অনাদরে ) ; ছুটেন, ছোটেন (সন্ত্রমে ) । অস-ক্রি-ছুটিতে ; ছুটিয়া । ছুটান, ছোটান (দ্র: ) ] ক্রি, দৌড় দেওয়া : বেগে গমন করা ৷ ২ ৷ পলায়ন করা । প্র-থান থেকে ঘোড়া ছুটেছে।